রূপান্তকামীরা ও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুরাও যে সমাজের একটা অংশ সেটা বোঝা দরকার সকলের। স্কুলের পঠন পাঠনের মধ্যেও আসুক ট্রান্স জেন্ডার দের কথা এমনটাই মনে করেন আদিত্য বিড়লা বাণী ভারতী স্কুল রিষড়া র প্রিন্সিপাল গৌতম সরকার। আজ রূপান্তরকামীদের নিয়ে এক আলোচনা ও ওয়ার্কশপের আয়োজন করা হয় স্কুল প্রাঙ্গনে। পাশাপাশি বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের নিয়ে এক প্রতিভা প্রদর্শনের আয়োজন করা হয়। এদিন বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরী নারী ও অ্যাক্টিভিস্ট রঞ্জিতা সিনহা, জো দত্ত, শ্রুতি চক্রবর্তী, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১১ ও অভিনেত্রী রিচা শর্মা ও স্কুলের প্রিন্সিপল গৌতম সরকার সহ অন্যান্যরা। এই ওয়ার্কশপে লেখাপড়া ছাড়াও সংগীত ,নৃত্য, আবৃতি, অঙ্কন, যোগা, কম্পিউটার,দাবা, ফুটবল, ডিবেট ছাড়াও বিভিন্ন বিষয়ের ওপর আয়োজন করা হয়। এই ওয়ার্কশপে ৭০০থেকে ৮০০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই ওয়ার্কশপ শেষ হবে চলতি মাসের ৩১তারিখ পর্যন্ত।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.