হিউমান রাইটস সিপিডি আর ইন্ডিয়া(সেন্টার অফ প্রটেকশন অফ ডেমোক্রেসি এন্ড রেশনালিসম ইন্ডিয়া) ১০ই ডিসেম্বর ২০২২ মানবাধিকার দিবস পালন করলেন হাজরা মোড় সুজাতা সদন হল এ |ভারত বর্ষের সর্ব বৃহৎতম মানবাধিকার সংগঠন হিউমান রাইটস সিপিডি আর ইন্ডিয়া পক্ষে হাইকোর্ট জাস্টিস সমরেশ মজুমদার, চেয়ারম্যান আইপিএস আর.কে. হান্ডা, সর্ব ভারতীয় সম্পাদক বিপ্লব ঘোষ ( কমেডিয়ান, চলচ্চিত্র শিল্পী , ওয়েস্ট বেঙ্গল মানবাধিকার কমিশন এডিসোনাল এস.পি শান্তি দাস, এডভাইসোরি বডি প্রেসিডেন্ট পাপিয়া অধিকারী, এডভাইসোরি বডি কো. প্রেসিডেন্ট এক্স সি.এ.বি কর্মকর্তা বিস্বরূপ দে |প্রখ্যাত বাংলা ছবির পরিচালক বীরেশ চ্যাটার্জি, অরূপ ভঞ্জ, প্রযোজক অঞ্জন সিনহা, আইনজ্ঞ রাজদীপ ব্যানার্জী, তমাল মুখার্জি, এ.পি. পি বারুইপুর কোর্ট আদাম সফি খান,এ.পি.পি তমলুক কোর্ট দেবরূপ মৃধা,নাট্টকার সুদীপ ঘোষাল,প্রখ্যাত সাংবাদিক ও অভিনেতা, পরিচালক ঋতব্রত ভট্টাচার্য,আবৃত্তিকার স্নেহাঙ্কিতা রায়,সুচেতনা শায়েরি, লোপামুদ্রা কুন্ডু, সঙ্গীত -রানা মুখার্জি, অনুপ মন্ডল | মঞ্চে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান সূচনা হয় | চেয়ারম্যান আর. কে. হান্ডা বলেন – আপনারা সকল এ পশ্চিম বঙ্গ বাঁচাতে, ভারত বর্ষ বাঁচাতে এগিয়ে আসুন, হিউমান রাইটস সিপিডি আর ইন্ডিয়া করুন, সৎ উদ্যের্শে কাজ করুন | সর্বভারতীয় সম্পাদক বিপ্লব ঘোষ বলেন -এই সংগঠন ভারত বর্ষের মধ্যে ১ নম্বর জায়গাতে এগিয়ে | কারণ হিউমান রাইটস সিপিডি আর ইন্ডিয়া তৈরী করেছিলেন গীতানা গাঙ্গুলী( আইনবিদ )আইপিএস আর. কে. হান্ডা, ভারতী মুতসুদ্দি এক্স মেম্বার অফ মহিলা কমিশন, ওয়েস্ট বেঙ্গল , পাপিয়া অধিকারী, এক্স সি. এ. বি কর্মকর্তা বিস্বরূপ দে, ও আমাকে সঙ্গে নিয়ে |আমাকে সর্ব ভারতীয় সম্পাদক হিসেবে বসিয়েছিলেন | তাই ইনাদের কাছে কমিটমেন্ট আমি ও আমরা এই সংগঠক কে সততা রেখে কাজ করবো |তাই আমরা সেই আদর্শ মেনে চলি |আজ ১০০০ টা শাখা সাড়া পশ্চিম বঙ্গে, সাড়া ভারত বর্ষে|লক্ষ লক্ষ সদস্যরা সাড়া পশ্চিমবঙ্গ, ভারত বর্ষে অসহায়দের পাশে দাঁড়াচ্ছে | মানবাধিকারের নামে আজকাল নেট থেকে কাগজ বার করে, যাদের হিউমান রাইটস নামে কোনো নথি ভুক্ত নেই, তোলাবাজি করছে, গাড়িতে লাল বাত্তি, নীল বাত্তি বাতি লাগাচ্ছে এদের বিরুদ্ধে প্রশাসন ধরপাকড় করুন, প্রয়োজন এ হিউমান রাইটস সিপিডি আর ইন্ডিয়া আপনাদের সাথে, পাশে থাকবে | মানবাধিকার কর্মীদের সৎ হতে হবে | রামকৃষ্ণ পড়ুন,স্বামী বিবেকানন্দ পড়ুন |প্রয়োজন এ হিউমান রাইটস সিপিডি আর ইন্ডিয়া কাউন্সিলিং এর ক্লাস নেয়, মেডিটেশন ক্লাস করে, সেই ক্লাস এ সেই সকল আসাধুরা আসুন ,আমরা সৎ পথে থাকার ব্যবস্থা করে থাকি |যে সকল পরীক্ষাত্রীরা উত্তীন্ন হয়েছেন তাঁদের অবিলম্বে চাকরি দিতে হবে | আজকাল প্রতিবাদ করতে গেলে পকেটএ কটা ইনজেকশন নিয়ে যেতে হবে টা ডক্টর দের কাছে জানতে হবে, কারণ রাস্তাতে অবলা জীব কামরায় জানতাম, একগণ আরেকটা যুক্ত হল পুলিশ? হাই কোর্ট জাস্টিস সমরেশ ব্যানার্জী বলেন হিউমান রাইটস সিপিডি আর ইন্ডিয়া, যেইখানে আইপিএস আর.কে.হান্ডার মতন একজন বড় মানুষ, পাপিয়া অধিকারী, বিপ্লব ঘোষ এর মতন নেত্রীত্ব আছে তাই এই সংগঠন আজ এত বড়, আপনাদের এত শাখা | নিশ্চই অসহায় মানুষদের পাশে আছেন বলেই আজ এত শাখাগুলো এই খানে এসেছেন |আপনারা ছোটো ছোটো সেমিনার করুন, প্রত্যেকের কাছে পৌঁছে দিতে হবে মানবাধিকারটা কি? অভিনেত্রী পাপিয়া অধিকারী বলেন, একদিন মানুষরা আর কোনো ভোট দেবেন না, পার্টি করবেন না, সকল কে হিউমান রাইটস সিপিডি আর ইন্ডিয়া করতে হবে | পরিচালক বীরেশ চ্যাটার্জি ইন্টারন্যাশনাল হিউমানরাইটস ডে যে হিউমান রাইটস সিপিডি আর ইন্ডিয়া করেছে, ও তারা অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন বলেই আজ এত বড় আপনাদের সংগঠন, তিনি শিল্পী ও সর্ব ভারতীয় সম্পাদক বিপ্লব ঘোষ এর অনেক প্রশংসা করলেন |অনুষ্ঠানের মাঝে আবৃত্তি, নাচ, গান সকলের মন কে আনন্দ দেয় |প্রেক্ষাগৃহ একদম ভর্তি ছিল | আরও আকর্ষণ বাড়িয়ে দেয় অনুষ্ঠানের শেষে, সরকারের কাজে অত্যন্ত ব্যস্ত থাকা মানুষ এক্স সি.এ. বি কর্মকর্তা বিস্বরূপ দে এর উপস্থিতি |তিনি বলেন সর্ব ভারতীয় সম্পাদক এর সঙ্গে আমার পরিচয় ২০ বছরের ওপর, যে কোনো পরিস্থিতি তে এই মানবাধিকার সংগঠনের পাসে ছিলাম, আছি, থাকবো |


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.