তমালিকা পণ্ডা শেঠের জন্মদিনে এসে মন্তব্য “মানব জমিনে”র স্রষ্টার l
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সংকটে উদ্বিগ্ন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মঙ্গলবার হলদিয়ায় প্রয়াত কবি তমালিকা পণ্ডা শেঠের ৬৮ তম জন্মদিনে উপলক্ষ্যে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে এমনটাই মন্তব্য করলেন তিনি । শীর্ষেন্দুবাবু জানালেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। সেখানে জনজীবনে অস্থিরতা এলে আমাদেরও তার আঁচ লাগে। এই বিষয়ে পর্যবেক্ষণ না করে বুদ্ধিজীবী মহলের মন্তব্য করাটা হঠকারিতা হয়ে যাবে। চাইব দ্রুত সেখানে শান্তি ফিরে আসুক।
মঙ্গলবার সকালে লক্ষ্মণ শেঠ প্রতিষ্ঠিত হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির সত্যেন্দ্র নাথ বসু অডিটোরিয়ামে প্রয়াত কবি , হলদিয়া পুর প্রশাসনের ব্যাক্তিত্ব ও প্রাক্তন বিধায়ক তমালিকা পণ্ডা শেঠের ৬৮ তম জন্মদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীর্ষেন্দু মুখোপাধায়। সংবাদ আপনজন ও ইন্ডিয়ান সেন্টার ফর অ্যাডভান্সমেন্ট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন হলদিয়া আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত কবি স্মৃতিচারণ করেন শীর্ষেন্দু মুখোপাধায়, রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, কবি নলিনী বেরা, শ্যামলকান্তি দাস, রাজনীতিক সমীর পুতুতুন্ড, অনুরাধা দেব, সাঁতারু বুলা চৌধুরী, সঞ্জীব চক্রবর্তী, চিত্রা লাহিড়ি প্রমুখ। পারিবারিক স্তরে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ও কবির স্বামী ড : লক্ষ্মণ শেঠ, বর্তমান স্ত্রী মানসী শেঠ, ও পুত্র এবং পুত্রবধূরা । অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল গুণীজন সম্বর্ধনা। বাড়তি পাওনা ছিল প্রয়াত কবি কণ্ঠে স্বরচিত কবিতা।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.