নিজস্ব প্রতিবেদন: গত ২৫শে ডিসেম্বর অনুষ্ঠিত হলো তারকেশ্বর বই মেলা তারকেশ্বর মহা বিদ্যালয় প্রাঙ্গণে (২য় বর্ষ) । আয়োজনে কলম সাহিত্য পত্রিকা। অনুষ্ঠানের প্রধান কর্মকর্তাদের মধ্যে ছিলেন বই মেলা কমিটির সম্পাদক সুপ্রিয় ব্যানার্জী, কবি ও বই মেলার পৃষ্ঠপোষক দীপঙ্কর পোড়েল মহাশয়।
অনুষ্ঠানের প্রধান উদ্বোধক হিসাবে ছিলেন কবি ও সাহিত্যিক ডক্টর স্বপন কুমার নাথ। অনুষ্ঠানের সভাপতি ছিলেন হুগলি জেলার বিশিষ্ঠ শিক্ষাবিদ ও শিক্ষক শ্রী রেণুপদ ঘোষ, প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামাল উদ্দিন মহোদয়, কবি গৌতম চট্টোপাধ্যায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্টার জলসার মুখ্য গায়িকা ও তারকেশ্বর এর গৌরব গায়িকা সৌমি ঘোষ। অনুষ্ঠানে মোট পঞ্চাশ টি প্রকাশন থেকে স্টল বসেছে। বই মেলা চলবে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। বই মেলার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.