গোপাল দেবনাথ : কলকাতা, ১১ ফেব্রুয়ারি, ২০২৪। বাংলায় একটা প্রবাদ আছে তাস দাবা পাশা তিন কর্মনাশা। আজকের দিনে এই কথা মোটামুটি ভাবে অচল বলা যেতে পারে। দাবা এবং তাস খেলা আজ সারা বিশ্বজুড়ে সমাদৃত। অবসর সময় কাটানোর জন্য এই খেলা দুটির কোনো জুড়ি নেই। কন্ট্রাক্ট ব্রিজ প্রতিযোগিতা আন্তর্জাতিক স্তরে যেমন আয়োজিত হয় ঠিক তেমনই রাজ্য সহ শহর কলকাতার বিভিন্ন জায়গায় এই প্রতিযোগিতা আয়োজিত হয়ে থাকে। তবে দমদম পার্ক তরুণ সঙ্ঘের কথা বিশেষ ভাবে উল্লেখ করতে হয়। এই দমদম পার্ক তরুণ সঙ্ঘের উদ্যোগে প্রয়াত প্রীতিশ কুশারী ও দলীপ দত্ত’র স্মরণে ৫ম বার্ষিক দুইদিনব্যপী কন্ট্রাক্ট ব্রীজ প্রতিযোগিতা আয়োজন করলেন ক্লাবের সদস্যরা। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৩২০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই খেলাটি পরিচালনা করছেন ওয়েস্ট বেঙ্গল ব্রীজ এসোসিয়েশনের পক্ষে দুই ডিরেক্টর তন্ময় ঘোষ এবং দেবব্রত রায় চৌধুরী। প্রতিটি মুহূর্তে দুই অভিজ্ঞ ডিরেক্টর এই খেলার খুঁটি নাটি হিসেব রাখছিলেন। এই কন্ট্রাক্ট ব্রীজ খেলাটি মোট ১১ রাউন্ডের। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই খেলা চলে রাত পর্যন্ত। অংশগ্রহণকারী প্রতিযোগীরা এশিয়াড, বিশ্ব চ্যাম্পিয়ন সহ পৃথিবীর নানা দেশ থেকে পুরস্কারপ্রাপ্ত। তারা তাদের অভিজ্ঞাতায় জানালেন আমাদের মধ্যে বহুজন আছেন যারা এই খেলার মাধ্যমে বহু সরকারি ও বেসরকারি চাকরি পেয়েছেন। এক প্রতিযোগী বলেন এই খেলা খেলতে গেলে প্রতি মুহূর্তে অঙ্ক সহ বুদ্ধিমত্তা একান্ত জরুরি। তবে কন্ট্রাক্ট ব্রীজ শেখানোর জন্য কোনো সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠান এই মুহূর্তে এখানে নেই। তবে আমরা ব্যক্তিগত ভাবে এই খেলায় উৎসাহীদের শিখিয়ে থাকি। উপস্থিত প্রতিযোগীরা আয়োজকদের আয়োজনে খুশি বলে জানালেন। গত ১০ ফেব্রুয়ারি শনিবার ও ১১ ফেব্রুয়ারি রবিবার দুদিন ধরে কন্ট্রাক্ট ব্রীজ খেলাটি আয়োজিত হয়েছে দমদম পার্কে। রবিবার শেষদিনে বিজয়ী প্রতিযোগীদের আর্থিক পুরস্কার দিয়ে সম্মানিত করা হবে। পুরস্কার মূল্য সব মিলিয়ে ১ লক্ষ টাকা। দমদম পার্ক তরুণ সঙ্ঘের পক্ষে কন্ট্রাক্ট ব্রীজ খেলাটি আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেন রথীন কুন্ডু। যিনি নিজেও একজন অভিজ্ঞ কন্ট্রাক্ট ব্রীজ খেলোয়াড়। দমদম পার্ক তরুণ সঙ্ঘের স্পোর্টস সেক্রেটারী মৃন্ময় গাঙ্গুলি বলেন এই ধরণের কন্ট্রাক্ট ব্রীজ খেলার আয়োজন করতে পেরে আমরা খুবই খুশি। আয়োজকরা আরো বলেন ৩২০ জন অত্যন্ত সনামধন্য প্রতিযোগীদের অংশগ্রহণ আমাদের আগামীদিনে এগিয়ে যেতে সাহায্য করবে। তরুণ সঙ্ঘের সভাপতি রবীন গাঙ্গুলি উপস্থিত সাংবাদিকদের বলেন আমরা কেবলমাত্র দুর্গাপুজো নিয়েই মেতে থাকি না। সারা বছর ধরে আমরা নানান ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে বিভিন্ন ধরণের খেলাধুলার আয়োজন করে থাকি। এত বিশিষ্ট মানুষের কন্ট্রাক্ট ব্রীজ খেলায় অংশগ্রহণে আমরা সত্যিই আপ্লুত।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.