সম্প্রতি রাজধানীর বুকে আয়োজিত দিল্লী টাইমস ফ্যাশন উইকে কলকাতার স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার শ্রীমতি ইরানী মিত্রের লেটেস্ট কালেকশন পোশাক প্রেমী থেকে শুরু করে পাপারাজ্জি সবার নজর কাড়ল। নেট দুনিয়ায় পোশাকের ছবি গুলি প্রকাশ্যে আসতেই নেটিজেনরাও প্রশংসায় পঞ্চমুখ।রাজধানীতে সাংবাদিক দের মুখোমুখি হয়ে ডিজাইনার ইরানী মিত্র জানান 2008 সালে প্রথম তার ডিজাইন করা ইন্দো ওয়েস্টার্ন শাড়ি তিনি লঞ্চ করেছিলেন। তারপর সেই শাড়ির জনপ্রিয়তা দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল।পরবর্তীতে তিনি শাড়ির পাশাপাশি ভারতীয় সংস্কৃতির কথা মাথায় রেখে অত্যাধুনিক ইন্দো ওয়েস্টার্ন পোশাক ডিজাইন করেন। এবারে দিল্লী টাইমস ফ্যাশন উইকে বিশেষত যুগল বা দম্পতি দের কথা মাথায় রেখে তিনি বেশ কিছু ইন্দো ওয়েস্টার্ন পোশাকের জোড়া কালেকশনের লঞ্চ করেছেন।kolkata theke giyechilen model DIBYADUTI BISWAS ebong ACTRESS SNIGHDHA SAHA.

এর আগেও ইরানী মিত্রের পোশাকের ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে দেশ বিদেশের বিভিন্ন পোশাকের ব্র্যান্ড ও ডিজাইনার রা অনেক সময় পোশাক বানিয়েছেন আবার হুবহু রেপ্লিকা তৈরী করে তাদের ব্র্যান্ডের ডিজাইন বলে চালিয়ে দিয়েছেন এমন ঘটনাও প্রকাশ্যে এসেছে। ডিজাইন কার্টেসি বা ক্রেডিট না দিয়ে এরকম ঘটনা ঘটায় কখনও কিছুটা মনক্ষুন্ন হয়েছেন ইরানী দেবী আবার খুশিও হয়েছেন এটা ভেবে যে তার পোশাক ভাবনা গোটা বিশ্বের নানা প্রান্তের মানুষের মনে ধরেছে তাই এরকম ঘটনা ঘটছে আর তার ফলে ফ্যাশন দুনিয়ায় তার ক্রিয়েটিভ চিন্তা ভাবনা আলোড়ন সৃষ্টি করছে এসব যেন তারই বহিঃপ্রকাশ।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.