২৩শে মার্চ, মোহিত মৈত্র মঞ্চে নবতারা ফাউন্ডেশনের ৫ম বার্ষিক সেমিনার, সেবামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হল । নবতারা মূলত জ্যোতিষ শিখা কেন্দ্র সাথে এনজিও এর মাধ্যমে সমাজ সেবামূলক বহু কাজ করে।নবতারা ফাউন্ডেশনের পরিচালক, অধ্যক্ষ গৌরব ত্রিবেদী এবং সহ-অধ্যক্ষ, পরিচালক প্রিয়াঙ্কা সরকার ঘোষের উদ্যোগে বার্ষিক সেমিনার সেবামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনষ্ঠিত হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক গুণী জন, শান্তি দাস, স্বর্ণালী সরকার, লাজবন্তী রায়, নিকোলা গোমস, দেবোপম সরকার, প্রবীর সরকার, সৌরভ চন্দ এবং আরও অনেকে।
মহারাজ কাঞ্চের মন্দিরের স্বামী সত্যপ্রকাশনন্দজির হাত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এছাড়াও অন্ধ মেয়েদের, প্রতিবন্ধী শিশুদের, বৃদ্ধাশ্রম, সুবিধাবঞ্চিত ছাত্রদের সাহায্য করা হয়েছে এদিন।
রিদম্ ড্যান্স ক্রিয়েশন গ্রুপের দ্বারা দশাবতার নৃত্য পরিবেশন সবার মন কেড়েছে। এদিনের অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন লাবণ্য দত্ত।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.