Klikk OTT প্ল্যাটফর্ম সর্বদাই অভিনব কিছু প্রস্তুত করে এসেছে দর্শকদের জন্যে। এই প্রথম বার এলো নতুন
একটি বাংলা ভাষার স্কেচ কমেডি সিরিজ। পাঁচ এপিসোডের এই সিরিজের প্রতিটি এপিসোডে থাকবে তিনটি করে স্কেচ কমেডি, অর্থাৎ মোট পনেরোটি স্কেচ।
থিয়েটারের আঙ্গিকে তৈরী এই সিরিজের নানাবিধ চরিত্রে অভিনয় করছেন দেবরাজ ভট্টাচার্য, আভেরী সিংহ রায়, অনুজয় চট্টোপাধ্যায়, সবুজ বর্ধন, শাশ্বতি সিনহার মতো মূলত বিভিন্ন বাংলা থিয়েটারের দলের অভিনেতারাই। থিয়েটার ছাড়াও এদের অনেকেই ওয়েব সিরিজ ও বড় পর্দার জনপ্রিয় মুখ।
সিরিজটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন শান্তনু চট্টোপাধ্যায়। কয়েকটি স্কেচের ক্ষেত্রে সহকারি লেখক হিসেবে কাজ করেছেন সাগ্নিক বসু ও শিলাদিত্য চট্টোপাধ্যায়।
সিরিজটি রচনা ও পরিচালনা করছেন সৌমিত দেব।
নাটক করিস না তো! আসছে এই আগস্ট মাসেই
চ্যানেলের অন্যতম কর্ণধার নীরজ তাঁতিয়া জানালেন, ” ক্লিক সবসময়ই স্বল্প পরিসরের মধ্যে নানান পরীক্ষা নিরিক্ষা করে থাকে কন্টেন্ট আর ফর্ম নিয়ে। “নাটক করিস না তো” সেরকমই একটা প্রচেষ্টা। সম্ভবত বাংলা ওটিটি তে প্রথমবার এই ধরণের কাজ হচ্ছে। এর আগে আমরা Klikk Minis ও প্রস্তুত করেছি, যা স্বল্প দৈর্ঘ্যের গল্পের ফরম্যাট কে আরো বিস্তৃত করে তুলেছে ।
আশা করি দর্শকদের ভালো লাগবে এবং মনোরঞ্জনের পরিসর আরো জনপ্রিয় হয়ে উঠবে।”
পরিচালক সৌমিত দেব বললেন “স্কেচ কমেডি নিয়ে বাংলায় কাজ করার ইচ্ছে ছিলো বহুদিনের, তাই ক্লিক থেকে এমন কিছু একটা করতে বলায়, বেশ ভালোই লেগেছে। এখানে আমরা ক্যানড লাফের মতো সাবেকি কিছু কমেডির টুল ব্যবহারে করেছি আর স্কেচের বিষয়গুলো একেবারেই আমাদের চারপাশ থেকে উঠে এসেছে৷ পরীক্ষামূলক একটা কাজ, আশা করি দর্শকদের ভালো লাগবে।”
অভিনয়ে
দেবরাজ ভট্টাচার্য
আভেরী সিংহ রায়
অনুজয় চট্টোপাধ্যায়
সবুজ বর্ধন
জয়তি চক্রবর্তী
সুস্নাত ভট্টাচার্য
কৌশানি মুখোপাধ্যায়
শাশ্বতি সিনহা
জিত দাস
শিলাদিত্য চ্যাটার্জি
সাগনিক বোসু
প্রসুন সোম
পার্থ প্রতিম ব্যানার্জি
কৌশিক শিল
কলাকুশলী
পরিচালক ও লেখক– সৌমিত দেব
প্রযোজক – শান্তনু চ্যাটার্জি
সহকারী লেখক– শিলাদিত্য চ্যাটার্জি, সাগনিক বসু
চিত্রগ্রাহক– দীপ্যমান ভট্টাচার্য
এডিটর – কৌস্তভ সরকার
সহকারী পরিচালক– সপ্তর্ষি গুহ
ট্রেলার এডিটর– অনির্বান চ্যাটার্জি, অনির্বান ব্যানার্জি
পোস্টার ডিজাইন– চয়ন
গ্রাফার – সৌমিক মোন্ডল
মেক আপ– সুইটি দাস, মালবিকা প্রধান
আর্ট – সুরোজিত দাস
আর্ট সহযোগী – অর্নব, রিক
ই পি – কৌশিক শিল
সহকারী. ডি ও পি – পার্থ প্রতিম ব্যানার্জি, সপ্তর্ষি গুহ
অবসার্ভার – সৌহার্দ্য
গণমাধ্যম প্রচার– রানা বসু ঠাকুর
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.