নিজস্ব সংবাদ দাতা: সম্প্রতি ওয়ার্ল্ড আমাজিং চ্যাম্পিয়ন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ইন্টারন্যাশনাল থেকে পুরস্কৃত হলেন এই সময়ের বাংলার অন্যতম কবি ডক্টর স্বপন কুমার নাথ। ‘ Wac Social Hero Award’ কবি স্বপন কুমার নাথ পুরস্কার টি নিতে শ্রীলঙ্কা দেশে যেতে পারেন নি। ফলে কবি কে ভার্চুয়ালী পুরষ্কৃত করা হয়। কবি স্বপন কুমার নাথ ইতি মধ্যেই দেশ বিদেশ থেকে প্রচুর সাহিত্য পুরস্কার পেয়েছেন। সম্প্রতি বেশ কিছু পত্র পত্রিকায় কবির বর্তমান বিষয়ের উপর লেখা কবিতা ও প্রবন্ধ পাঠক মহলে বিশেষ জায়গা করে নিয়েছে। .


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.