আজ হেরিটেজ তকমা থাকলেও অতীতের ছায়া হিসেবেই দাঁড়িয়ে রয়েছে পাথুরিয়া ঘাটা রাজবাড়ী। শহরের বেশির ভাগ প্রাচীন বাড়ির যখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে, তখন ভালোভাবে সংরক্ষিত এই বাড়ি। বলাবাহুল্য কলকাতার প্রাচীন ঐতিহ্যকে আজও বহন করে আসছে পাথুরিয়াঘাটার খিলাত ভবন।যা অনেকে চেনেন খেলাৎ ঘোষের রাজবাড়ী নামে ।শোনা যায়, এবাড়ির পুজোয় শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের পদধূলি পড়েছিল, আবার এসেছিলেন মহাত্মা গান্ধীও। এমনকি কালীপ্রসন্ন সিংহ মানে হুতোম প্যাঁচার লেখায় প্রায়ই উল্লেখ্য বাবু খেলাত চন্দ্র ঘোষের কথা। ফটক পেরিয়ে ভেতরে ঢুকলেই ঠাকুর দালান আর তার চারপাশে রাজবাড়ি। সেই বাড়ির প্রতি থাম লাগোয়া শ্বেত পাথরের মূর্তিতে রয়েছে ইতিহাস, রয়েছে ঐতিহ্য। এই রাজবাড়ীর রাণীমা করবী ঘোষ জানান, তার স্বামীর অবর্তমানে এই রাজবাড়ীর ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে চান। এছাড়াও তিনমহলা রাজবাড়ীর সংরক্ষণ করতে আরো সহজ হয় যার জন্য এবার এই বাড়িকে জনসাধারণ এর জন্য খুলে দেওয়া হল। এবার থেকে যে কেউ চাইলে এই বাড়ি ঘুরে দেখতে পারবেন আবার চাইলেও বাড়িটি কোন অনুষ্ঠানের জন্য ভাড়াও নিতে পারবেন। সৌজন্যে এক্সপোজার ইভেন্ট ও ব্ল্যাক থাণ্ডার ইভেন্ট ম্যানেজমেন্ট সহযোগে একটি বিশেষ ফটোশুটের মাধ্যমে এই রাজবাড়িটির জনসাধারণের জন্য খুলে দেওয়া হল। এই ফটোশুটে উপস্থিত ছিলেন অভিনেত্রী ইন্দ্রানী ঘোষ, রাইন ঘোষ, শৈবাল দত্ত,প্রত্যয় সরকার ও ইন্দ্রনীল বুবাই সেনগুপ্ত ।
ওয়েডিং ডেস্টিনেশনের তালিকায় যুক্ত হল এবার পাথুরিয়াঘাটা রাজবাড়ী। গথিক থাম, সুউচ্চ প্রাসাদ, বেলজিয়ান গ্লাসের দরজা, শ্বেতপাথরের মেঝে, সেগুন কাঠের আসবাবে রাজবাড়ির আভিজাত্য সহজেই নজর কাড়ে। উত্তর কলকাতার গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে ৫মিনিটের হাঁটা পথে অবস্থিত এই রাজবাড়ী। বাড়ির প্রতিটি ঘর, বারান্দা এবং দেওয়াল যেন ইতিহাসের সাক্ষ্য বহন করে।রাজবাড়ীর আভিজাত্য এবং বাঙালিয়ানা যা এই রাজবাড়ির বিশেষত্ব। এবার কলকাতাতে থেকেই মনের মানুষের সঙ্গে এক হওয়ার এই লীলাভূমিকে পছন্দ তালিকায় রাখতেই পারেন । রাজবাড়ির একটি অংশ বিয়েবাড়ির জন্য ভাড়া দেওয়া হবে। ব্রিটিশ আমলে তৈরি এই ভিলার মোহময়ী রুপ আর কলকাতার মধ্যে থেকে যারা কোনো অনুষ্ঠান করতে চান ,তাঁরা এখানে আসতেই পারেন।এছাড়াও যাঁরা রাজকীয় ভাবে বিয়ে করতে চান তাঁদের জন্য এই রাজপ্রাসাদ এক কথায় অনবদ্য। তিন মহলা বাড়ি আর রাজকীয় পরিবেশে বিয়ে সারতে চাইলে যোগাযোগ করুন এই এক্সপোজার ইভেন্টের সাথে।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.