বড় পর্দায় মুক্তি পেল বাংলা ছবি পরী। পরির জন্মদিন ঘিরে কাহিনীর সূএপাত। পারিবারিক সুএে গাথা সুখের সংসারে পরী সুখের আনন্দ বয়ে নিয়ে গেলেও হঠাৎই নেমে আসে রহস্যে মোরা পরীর জীবন। অশরীরী আত্ম ভর করে বাচচা মেয়েটির উপর। সেই সাথে তানএিকের প্রবেশ অন্য মোড় নিয়ে আসে পরীর পরিবারের উপর।
ছবির রহস্যে নতুন মাএা যোগ করে পরীর পরিবারের উপর। এরপর চলতে থাকে ছবির দৃশ্য। যা দেখে আকর্ষিত এবং মুগ্ধ হয়ে পরে দর্শক। কাহিনীকার এবং পরিচালক বেশ খুশি হলে প্রথম দিনেই দর্শক আসন পরিপূর্ণ দেখে। পরিচালক তপন দও জানান পরিবারের সবাইমিলে দেখার মত ছবি এই পরী। সংগীত পরিচালক থেকে সংগীতকার এবং অভিনেতা-অভিনেএী থেকে দর্শক ছবি প্রসংগে প্রতিক্রিয়া কি.
ছবির নাম- পরী
কাহিনী ও পরিচালনা- তপন দত্ত
প্রযোজক- মৌপর্ণা দত্ত
অভিনয়- অহনা
পলাশ গাঙ্গুলী
শর্মিষ্ঠা ভট্টাচার্য
দেবিকা মিত্র
মনোজিৎ বড়াল
অর্ণব ব্যানার্জী
অভীন ব্যানার্জী প্রমুখ
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.