Spread the love

২৯ মে ২০২৪, কলকাতা

আজ, ২৯ মে ২০২৪, সাহিত্য অকাদেমি তার আঞ্চলিক কার্যালয়ের প্রেক্ষাগৃহে (৪ ডি.এল. খান রোড, কলকাতা ৭০০০২৫) বাংলা অনুবাদে সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপ্ত পুস্তকের ওপরে একটি আলোচনাচক্রের আয়োজন করে। অনুষ্ঠানের আলোচনার জন্য যে সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপ্ত গল্প সংকলনগুলিকে বেছে নেওয়া হয়েছিল সেগুলি হল গৌরহরি দাসের ওড়িয়া গল্প সংকলন কাঁটা ও অন্যান্য গল্প, ওম গোস্বামীর ডোগরী গল্প সংকলন সোনার পাখি, বেদ রাহীর ডোগরী গল্প সংকলন আয় রে এবং মোহন ভাণ্ডারীর পাঞ্জাবী গল্প সংকলন কুমারী হরিণীর চোখ। অনুষ্ঠানের শুরুতেই বক্তাদের সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দেন সাহিত্য অকাদেমি পূর্বাঞ্চলীয় দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী ক্ষেত্রবাসী নায়েক। অনুষ্ঠানে নিজেদের করা অনুবাদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি অনুবাদের বিবিধ সমস্যার কথা তুলে ধরেন বক্তারা। বইগুলির আলোচনা প্রসঙ্গে বিষয়বস্তুর কোন বিশিষ্টতার কারণে সেগুলি ভারতীয় সাহিত্যে উল্লেখযোগ্য স্থান অর্জনে সক্ষম হয়েছে তা নিয়ে আলোচনা করেন তাঁরা। অবশেষে, শ্রোতাদের সঙ্গে আলাপচারিতার পরে অনুষ্ঠানটি শেষ হয়।