সঙ্গীতশিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায় নিজের লেখা ও সুরে পরিবেশন করলেন নিজের বাংলা গান।

তাঁর কণ্ঠে পরিবেশিত হয় “প্রতিদিন নতুন করে জীবন বাঁচা প্রেত্যেকেরই,*
“শতক্ষত আড়াল করে আর কত হাসবি রে বল,”
“জ্বলন্ত চিতা দ্যাখো জ্বলছে সীতা”,
“সবাই যখন চিন্তামগ্ন আমি তখন স্বপ্ন গড়ি”,
“হৃদয়ের দীপ জ্বেলেছো যেদিন,”
“জীবনের সবটার হিসেব মেলাতে বসে”

রবীন্দ্রনাথের গান “আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে।”


মোট আটটি গান পরিবেশন করলেন।
মঞ্চে সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সহশিল্পীরা ছিলেন তবলায় – শ্যামল বাসু
গীটারে – সমন্বয় দেবনাথ এবং
কীবোর্ডে ছিলেন-সুমন হালদার
গানগুলি শ্রুতিমধুর অন্য মাত্রায় শ্রোতারাও এদিন উপভোগ করছেন সরলা মেমোরিয়াল প্রেক্ষাগৃহে।
সঞ্জয়ের গানের পাশাপাশি
আইনজীবি জয়দীপ মুখার্জি-র উপস্থিতিতে বাংলা চলচ্চিত্র জগতের এক অভিনেত্রী দেবশ্রী রায়-এর হাত থেকে বাংলা গৌরব সম্মানে সম্মানিত হলেন কলকাতার খ্যাতনামা ফটো আর্টিস্ট অনুপম হালদার সহ শিক্ষাবিদ মহুয়া ব্যানার্জী, সাংবাদিক রনিতা ঘোষাল, সংগীত পরিচালক কুশল চ্যাটার্জী ও সুধীর দত্ত , চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক সুমন গুহ পরিচালক রাজ কুমার পাল, সংগীত শিল্পী জেনিভা,অভিনেতা মানি সহ মানবিক পুলিশ সৌভিক চক্রবর্তী , পরিবেশবিদ অঙ্কুর শর্মা, সমাজ শান্তি কামী সংস্থা কে পি .ডেভিনিটি এবং শ্রীজৈন বিদ্যালয় মোট ১৯ জন এদিন সম্মানীত করা হয়।


সঙ্গীত শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যাযের গান ছিল গৌরব অনুস্ঠানের এক সর্বময় গৌরব। মৌসুমী নায়েকের ফ্যাশন শো ছিল বর্নময়। সমগ্র অনুষ্ঠানটির পওরিকাপনায় ছিলেন দেবব্রত রায় চৌধুরী । ছবি রাজেন বিশ্বাস


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.