বাংলা সিনেমার দর্শকবন্ধুরা এই প্রথম বৃহৎ পরিসরে VFX সমৃদ্ধ মুভি “কোহিনূর” দেখতে চলেছেন সৌরভ দাসের পরিচালনায়

“কোহিনূর” মুভিটি রোমাঞ্চ, অ্যাকশন, ড্রামা ও প্রেমের এক সুন্দর সমন্বয় নিয়ে সংঘটিত। এই চলচ্চিত্রটি “কোহিনূর” হিরে টিকে নিয়ে ২০৬০ সালের প্রেক্ষাপটে একটি সায়েন্স ফিকশন গল্পকে কেন্দ্র করে তৈরী । “আউট ল” নামক একটি বেসরকারী মিলিটারী সংস্থার ক্যাপ্টেন আরভ । জীবনের ঝুঁকি নিয়ে যিনি বিভিন্ন মিশনকে সফল করেছেন । জেনেরাল আদিত্য, আরভকে BRO (British Research Organization) তে কোহিনূর হীরার নিরাপত্তার কাজে নিয়োগ করেন । হীরাটির নিরাপত্তার কাজে বিপুল ব্যয় দেখে আরভের সন্দেহ হয়।তাঁর সন্দেহ সত্যি হয় যখন তিনি ডিউটিতে থাকা কালীন অন্য জগৎ থেকে একটি মেয়ে এসে হীরেটিকে চুরি করে নিয়ে যায় । মেয়েটিকে অনুসরণ করে ক্যাপ্টেন আরভও সেই জগতে পৌঁছে যান ও কোহিনূর হীরাটির সন্ধান করতে শুরু করেন । এরপর কিভাবে ক্যাপ্টেন আরভ কোহিনূর হীরেটিকে, বিভিন্ন রহস্যে মোড়া ঘাত প্রতিঘাতের মাধ্যমে নিজের জগতে ফিরিয়ে নিয়ে আসবেন সেই নিয়েই চলতে থাকে কাহিনী।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.