রাজেন বিশ্বাস: কলকাতা, ১৩ আগস্ট ২০২৩। বিশ্বের প্রথম সর্ব প্রথম শ্রীচৈতন্য মহাপ্রভু মিউজিয়াম এর চতুর্থতম জন্মদিন উপলক্ষে একটি শিক্ষা মূলক সেমিনারের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে আই সি সি আর ডিরেক্টর শ্রীমতি মীনাক্ষী মিশ্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মূল্যবান বক্তব্য পেশ করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগবাজার গৌড়ীও মঠ এর সভাপতি ও আচার্য্য শ্রী বি. এস. সন্যাসী মহারাজ, সম্পাদক শ্রী বি. পি. পুরী মহারাজ, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর জনাব মকবুল হোসেন এবং প্রফেসর শ্রীমতি মহুয়া ব্যানার্জী। প্রত্যেক বক্তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শ এবং তার দেখানো পথের কথা বলেন। যে সকল ছাত্র ছাত্রী শ্রীচৈতন্য মহাপ্রভু কে নিয়ে গবেষণা করছেন এদিনের অনুষ্ঠানে তারাও উপস্থিত ছিলেন। মীনাক্ষী দেবী মিউজিয়ামে শ্রী চৈতন্য দেবের মূর্তি তে মাল্যদান করে বলেন এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে খুবই খুশি এবং তৃপ্ত। এই প্রতিবেদকের প্রশ্নের উত্তরে মীনাক্ষী মিশ্র বলেন এই মঠের যদি কোনো প্রকার সাহায্যের প্রয়োজন হয় মঠ কমিটি যদি আমাকে জানান এবং  যদি সেটা তার পক্ষে সম্ভবপর হয় তবে তিনি অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। অতিব সুন্দর এই শ্রীচৈতন্য মিউজিয়াম সকলের একবার অন্তত দেখা উচিত বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিবৃন্দ। এদিনের অনুষ্ঠান দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের শেষে সকল অতিথি অভ্যাগতদের জন্য প্রসাদের আয়োজন করা হয়। শ্রীচৈতন্য গৌড়ীও মঠ কমিটি সারা বিশ্বজুড়ে শ্রীচৈতন্য দেবের চিন্তা ভাবধারা ও আদর্শের কথা প্রচার করেন।
 


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.