দীর্ঘ তিন দশকের অধিক শিক্ষকতার পর অবসর গ্রহণ। আর সেই জনপ্রিয় অধ্যক্ষ কে স্মরণ করতে সিটি কলেজ অব কমার্স এন্ড বিজনেসের ছাত্ররা সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উনার দীর্ঘশ্ব শিক্ষকতা সাধুবাদ জানিয়ে বিদায় অনুষ্ঠান পালন করল গত ৩১শে ডিসেম্বর। প্রধান অধ্যক্ষ জানালেন দীর্ঘ কয়েক দশক ছাত্রছাত্রীদের সঙ্গে সুন্দর বন্ধুর মতো ভালোবাসা এবং শিক্ষানবিজদের শিক্ষনের পাঠে সর্বদা শ্রদ্ধাশীল হওয়ার বার্তায় তিনি দিয়েছেন।
ডক্টর সন্দীপ কুমার পাল জানালেন ১৯৮৬ সাল থেকে ২০২৪ টানা এই কলেজের এবং কলেজের ছাত্রদের সঙ্গে তার একটা ঐকান্তিক রিলেশন সবসময় বর্তমান ছিল।। সারারাত কেটে যেত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বলতে। সেই আবেগময় স্মৃতি মনে রাখতেই চোখে অশ্রুসল ভাসিয়ে তিনি এও জানালেন ছাত্র-ছাত্রীদের এরকম হওয়া উচিত যাতে তারা ভবিষ্যতে আরো কাউকে যেন তৈরি করতে পারে এবং তার নিজের জীবনকে স্বনামধন্য জায়গায় দাঁড় করাতে পারে। কলেজের ছাত্ররা জানালেন এই প্রিন্সিপাল তাদের কাছে খুবই জনপ্রিয়।
এই শিক্ষকের মধ্যে ছিল না। বিদায় সম্বর্ধনা দেওয়ার পর সাধারণ মানুষদের কলেজের ছাত্র ফান্ড থেকে তুলে দেওয়া হলো নতুন বছরের জামা কাপড় এবং কম্বল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক তারাশঙ্কর মাইতি, অধ্যাপিকা দীপাঞ্জন বাগচী এবং ছাত্রনেতা দুলাল সাহসহ কলেজের আরো বিভিন্ন ছাত্র ছাত্রীরা।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.