গোপাল দেবনাথ : কলকাতা, ২৮ ডিসেম্বর, ২০২৩। শিশুদের স্বর্গরাজ্য বিধান শিশু উদ্যান। আজকের সময়ে শিশু কিশোরদের একমাত্র মনোযোগের জায়গা হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন সেই সাথে আছে টিভির হাত ছানি। কিন্তু এর বাইরেও যে এক বিরাট জগৎ সেই জগৎ হলো আঁকা নাচ গান সাথে খেলা ধূলা তো আছেই। এইসব শিশু কিশোরদের কথা মাথায় রেখে গত রবিবার ২৪ ডিসেম্বর বিধান শিশু উদ্যানে আয়োজিত হয়েছিল ৪৫তম বার্ষিক মুক্তাঙ্গন প্রতিযোগিতা। ১৯৭৬ সালে এই প্রতিযোগিতা শুরু করেছিলেন প্রয়াত জননেতা এবং বিধান শিশু উদ্যান এর প্রতিষ্ঠাতা অতুল্য ঘোষ। ৩ বছর থেকে ১৬ বছর বয়স পর্যন্ত বাচ্চারা যে কোনো চারটি বিভাগে যেমন, অঙ্কন, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি, নজরুলগীতি, ভজন এবং রবীন্দ্রনৃত্যে অংশগ্রহণ করেছিল। সকাল থেকে কচিকাঁচাদের ভিড়ে মুখরিত ছিল উদ্যান প্রাঙ্গণ। সেইসাথে উদ্যান প্রাঙ্গনে সরকারি উদ্যোগে আয়োজিত হয়েছিল চতুর্থ বইমেলা। এ বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৫০০-এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে এই জনপ্রিয় প্রতিযোগিতায়। এদিনের অনুষ্ঠানে ২৫০ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। অতুল্য ঘোষ প্রতিষ্ঠিত বিধান শিশু উদ্যানের রীতি মেনে সফল প্রতিযোগীদের পুরস্কার হিসেবে বই দেওয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক সুনির্মল চক্রবর্তী, চঞ্চল কুমার ঘোষ, অয়ন চ্যাটার্জী, অভিজিৎ দাশগুপ্ত, বিশিষ্ট শিল্পী নির্মলেন্দু মণ্ডল সহ বিশিষ্টজন।
 


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.