আগামী ২০২৫ এর শুরুতেই ২ জানুয়ারি শুরু হচ্ছে ১৯ তম বিশ্ব ডুয়ার্স উৎসব।
রাজ্য তথা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় মিলন উৎসব। আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডে এই উৎসব চলবে আগামী ১২ জানুয়ারি ।


আলিপুরদুয়ার ডুয়ার্স উৎসব সমিতির সাধারণ সম্পাদক ও প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী সহ চলচ্চিত্র পরিচালক রাজা সেন ও হরনাথ চক্রবর্তীর উপস্থিতিতে নন্দন চত্বরে উৎসব নিয়ে আলোচনা প্রসঙ্গে বক্তারা জানালেন ডুয়ার্স কে জানতে ও সততই মিলনের জন্য এই আয়োজন । মেলায় পুষ্প, রং বেরঙের দোকানের পসরা ছাড়াও থাকবে আলোচনা সভা ও প্রতিদিন সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠান। দুই পরিচালক উত্সবের আমেজ উপভোগ করতে রাজ্যের আপামর পর্যটক ও জনসাধারণকে আহবান জানিয়েছেন।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.