রামকৃষ্ণদেব বলেছিলেন, যত্র জীব, তত্র শিব। রামকৃষ্ণের অদ্বৈতবাদী এই দর্শনে আস্থা রেখেই তাঁর ভাবশিষ্য বিবেকানন্দ বলেছিলেন , শিব জ্ঞানে জীব সেবা। সেই আদর্শেই অনুপ্রাণিত হয়ে মধ্য কলকাতার মেডিকেল কলেজের বিপরীতে ব্রজনাথ দত্ত লেন ও মধু গুপ্ত লেনের সংযোগে শিবচক ক্লাবের উদ্যোগে নয়ন কমলেশ্বরদেবের বার্ষিক পুজোর আয়োজন হয়। এই উপলক্ষে পাঁচদিনব্যাপী এক সমাজসেবা মূলক অনুষ্ঠান আয়োজিত হয়। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।বৃহস্পতিবার সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় গায়িকা পৌষালি।

শ্রাবণী পূর্ণিমায় শিবের আরাধনার পাশাপাশি এলাকায় ছোটদের জন্য ছিল বসে আঁকো প্রতিযোগিতা, যেমন খুশি সাজো, স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির, রাখী বন্ধন উৎসব ও ঐতিহ্যময় নয়ন মেলা। যেখানে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ যোগ দেন। এই উৎসবে ক্লাবের সভ্যদের উৎসাহ দিতে উত্তর কোলকাতার তৃণমূলের নেত্রী শ্রেয়া পাণ্ডে, স্থানীয় এলাকার দুই পুরপিতা বিশ্বরূপ দে,সুপর্ণা দত্ত, স্থানীয় শাসক দলের নেতা পিয়াল চৌধুরী প্রমুখ উপস্থিত হন। তাঁদের বরণ করেন সংগঠন সম্পাদক দুলাল সাউ। উপস্থিত হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক মদন মিত্র, বরানগর কেন্দ্রের বিধায়ক তাপস রায় সহ বিশিষ্ট নেতৃবৃন্দ।শুক্রবার সকাল থেকে রক্তদান উৎসবে রক্তদান করেন সংগঠনের ও স্থানীয় এলাকার প্রায় ১৫০ জন স্বেচ্ছায় রক্তদাতা।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.