
এবার বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক দেবকুমার ঘোষ এবং মাদার অফ ইন্ডিয়ান সিনেমা ঋত্বিক ঘটক এর নামে সিনে স্মারক সম্মান দেওয়া হবে সেরা ছবিগুলোকে।
চার দিন ধরে চলবে এই উৎসব।
উদ্বোধন করেন বিশিষ্ট সিনেমা বিশেষজ্ঞ এবং সিনেমাথেক এর উৎসব পরিচালক- অজয় সেনগুপ্ত ,ইন্দুভূষন দাস,অর্নব সাহা,সুতানুটি উৎসব কমিটির চেয়ারম্যান -সমিরণ চক্রবর্তী ও সভাপতি -অর্নিবান সামন্ত ছিলেন আরও সিনেমা প্রেমী সহ বহু গুণী মানুষ। ফেস্টিভ্যাল ডাইরেক্টর অজয় বারণ দে বলেন যতদিন বেঁচে থাকব এই কাজ করে যাব। তিনি বলেন আমি নানা ক্ষেত্রে মানুষের পাশে থাকতে চাই।
ছোটবেলায় সাহিত্যিক দেবকুমার ঘোষ কে দেখেছি উনি বলতেন মানুষ কে ভালবাসতে এবং সবার পাশে থাকতে

সেই শিক্ষা মেনে আমি নবীন ও প্রবিন পরিচালক শিল্পীদের একটু হলেও পাশে থাকি। আমার এই উৎসবে সকল বয়সি প্রতিভাবান পরিচালকদের ছবি আগে সুযোগ দেবো।এটাই আমার সম্মানীয় দেবকুমার বাবুর কাছ থেকে শেখা আর্দশ মেনে চলার অঙ্গীকার।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.