
মুর্শিদাবাদে জন্ম, বড়ো হয়ে ওঠা ক্রাউন রেজা, ডাকনাম ইব্রাহিম সেখ। পড়াশোনার পাশাপাশি ছোটো থেকে স্বপ্ন দেখতো বড়ো ব্যাবসায়ী হওয়ার। সেই স্বপ্ন পূরন করেছে নিজের কঠোর পরিশ্রম দিয়ে। নিজের চেষ্টায় “দ্যা ক্রাউন লুব্রিক্যান্টস সি এন্ড এফ” প্রতিষ্ঠান বানিয়ে বর্তমানে একজন সফল ব্যাবসায়ী। স্বপ্ন কে বাস্তবে সাফল্যে পেতে নিজের সততা আর কঠোর চেষ্টাকে হাতিয়ার বানিয়েছেন সনামধন্য ক্রাউন রেজা.

তবে বর্তমানে নিজের স্বপ্নকে আরো প্রসারিত করতে চান তিনি। “দ্যা ক্রাউন লুব্রিক্যান্টস সি এন্ড এফ” এর পাশাপাশি নিজের আরো এক সংস্থা বানাতে চান তিনি। বাংলা সিনেমার জগতে তিনি নিজের স্বপ্নকে আরো প্রসারিত করতে চান। আগামীদিনে নিজেকে টলিউডের হিরো হিসাবে নিজেকে আনতে চলেছেন। ইতিমধ্যে সিনেমা বানানোর প্ল্যানের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। স্ক্রিপ্ট ও অন্যান্য কাজ চলছে। নিজেকে মেলে ধরতে চান সিনেমার বড়ো পর্দায়। সেই কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত আগামী অভিনেতা ক্রাউন রেজা। হাজার ব্যাস্ততার মাঝে নতুন সিনেমার কাজের জন্য মুর্শিদাবাদ থেকে কলকাতার টালিগঞ্জ পাড়া মিটিং সামলাছেন তিনি। অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে। ছবিতে তার সাথে থাকবে টলিউডের বেশ কিছু নামকরা তারকারা। থাকবে টলিউডের নামকরা অভিনেত্রী। বলাইবাহুল্য বাংলা সিনেমা তথা টলিউড ইন্ডাস্ট্রি আরো এক নতুন হিরো উপহার পেতে চলেছে ক্রাউন রেজা, যার ডাকনাম ইব্রাহিম শেখ।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.