“ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম “,
সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের নতুন সংগঠন।
রাজ্য ব্যাপী সোশ্যাল মিডিয়ার ন্যায্য স্বীকৃতির দাবিতে “ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম” সুনির্দিষ্ট একটা প্লাটফর্ম গড়ে উঠেছে ।রাজ্যের প্রতিটি জেলার সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের এক ছাতার তলায় সমস্ত রকম সুযোগ সুবিধা পাইয়ে দিতে সমগ্র ভাবে সচেষ্ট জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সভাপতি মলয় পিট। তিনি আরো জানান ওপর রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে সোশ্যাল মিডিয়ার সাংবাদিকরা যে খবর পরিবেশণ করে তা আজ আর উপেক্ষা করার মতো নয়, গণ মাধ্যমের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহৃত সোশ্যাল মিডিয়া আজ বহুল প্রচলিত।


প্রচারিত খ্যাতনামা প্রায় প্রতিটি গন মাধ্যমেরই পরিবেশকদের সোশ্যাল মিডিয়া আজ অন্যতম আকর্ষণ । তাই নির্ভর যোগ্য সোশ্যাল মিডিয়ার খবর করতে যাতে কোনোরূপ অসুবিধা না হয় তারই লক্ষ্যে আমাদের এই সংগঠনের উদ্দেশ্য । এখনো পর্যন্ত প্রায় পাঁচ হাজার অংশগ্রহণকারী সাংবাদিক সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন বলে জানা গেছে।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.