এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দীপ ভট্টাচার্য্য, অরুণ বোস, সুদর্শন চক্রবর্ত্তী, সুব্রত দত্ত, আর. কে, গানেরিওয়ালা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সন্দীপ ভট্টাচার্য্য এই সংগঠনটি সম্পর্কে বলতে গিয়ে জানান,”এই সংগঠনের প্রধান উদ্দেশ্য এমপ্লয়মেন্ট জেনারেট করা। এছাড়াও এই সংগঠন সোশ্যাল এবং কালচারাল কাজও করা শুরু করেছে। সোশ্যাল ওয়ার্কের মধ্যে অটিস্টিক শিশুদের সুযোগ দেওয়া হচ্ছে তাদের ট্যালেন্টকে তুলে ধরার যাতে তারা তাদের ট্যালেন্টকে সবার সামনে তুলে ধরতে পারেন।
এই সংগঠনের সাথে বিভিন্ন পেশার বহু মানুষ যুক্ত রয়েছেন। আরও বহু মানুষ যুক্ত ও হচ্ছেন। সংগঠনের মূল উদ্দেশ্য পিছিয়ে পড়া প্রতিভা গুলোকে একটা প্লাটফর্ম দেওয়া। যার ফলে তারা স্বতন্ত্র ভাবে নিজেদের গড়ে তুলতে পারে”। ইতি মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সংগঠন কাজ করলেও পরবর্তী কালে রাজ্য তথা দেশের বাইরে কাজ করার আশা রাখছে।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.