১৯৫৭ সালের ১ফেব্রুয়ারি কলকাতা লায়ন্স ক্লাবের উদ্বোধন হয়।১৩ মার্চ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের স্বীকৃতি মেলে। ইতিমধ্যেই আন্তর্জাতিক সমাজসেবামূলক সংস্থা হিসেবে ২০১৭ সালে লায়ন্স ক্লাব শতবর্ষে পদার্পন করে। কলকাতা জেলা সংগঠনেরও ৬৭ বছর পূর্ণ হল। প্রতি বছরই বার্ষিক জেলা সম্মেলন সদস্যদের কাছে বার্ষিক উৎসবের মত। এদিনের অনুষ্ঠানে মঞ্চে আমন্ত্রিত ছিলেন লায়ন্স অশোক সুরানা, লায়ন্স পাওয়ন মুরারকা, লায়ন্স জি এস হোরা,, লায়ন্স কনক দুগার, শেখর মেহেতা, লায়ন্স স্বাতী গোস্বামী, পারশনাথ আগরওয়াল, বিজয় যোধানি ও নীতিন আগরওয়াল। সন্মেলনে মূলত বিগত বছরের কর্মসূচির পর্যালোচনা করা হয়। নির্বাচন হয় আগামী বছরের কার্যকরী কমিটি। গতবছরের পর্যালোচনায় বিগত বছরের ডিস্ট্রিক্ট গভর্নর কনক দুগার বলেন এই মূহুর্তে ডিস্ট্রিক্ট ৩২২ বি সংগঠনের সদস্য সংখ্যা সাড়ে আটশ ছাড়িয়ে গেছে। চলতি বছরে যা হাজার অতিক্রম করবে। সংগঠন ইতিমধ্যে প্রায় সাড়ে ২৭৫ হার্ট অপারেশনের ব্যবস্থা করেছে । প্রচুর কিডনি ডায়লিসিসের ব্যবস্থা করেছে।

বিদায়ী গভর্নর কনক দুগার আরও বলেন,গত সেপ্টেম্বর মাসে ভারত বাংলাদেশ মৈত্রী গড়ে তুলতে একটি সাইকেল র‍্যালির আয়োজন করি কলকাতা থেকে প্রায় ১০০ লায়ন্স এই মৈত্রী অভিযানে অংশ নেন। আমরা নতুন বার্ষিক কমিটি তৈরি করি সভ্যদের সঙ্গে একটি মানসিক সম্পর্ক গড়ে তুলে। সর্বজন সিদ্ধান্তে আমরা সমাজের অংশ হিসেবে সমাজসেবার কর্মসূচি গ্রহণ করি বছরভর। আমরা বাস্তুহীন মায়েদের নবজাতক সন্তানদের প্রায় হাজারজনকে জীবনের শুরুর প্রয়োজনীয় কিট উপহার দিই। আমার ডিস্ট্রিক্ট সদস্যরা আন্তরিক ভাবে আমাদের কর্মসূচি রূপায়ণ করেন। আমি তাঁদের স্যালুট জানাই। দেশের প্রগতি এগিয়ে নিয়ে যেতে একজন নাগরিক হিসেবে আমাদের নৈতিক কর্তব্য যদি পালন করতে থাকি দেশ আমাদের সকল দেশের সেরা হয়ে উঠবেই। এবার নির্বাচনের মধ্য দিয়ে যিনি ডিস্ট্রিক্ট গভর্ণর নির্বাচিত হবেন তাঁর নেতৃত্বে নব গঠিত কমিটি লায়ন্স ক্লাবের ঐতিহ্যকে আরও প্রসারিত করবে সেই স্থির বিশ্বাস আমাদের আছে।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.