শারদ উৎসবের প্রাক্কালে লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা রয়েল বেঞ্চারস এর তিন সমাজসেবী মহুয়া গাঙ্গুলি , সুব্রত ব্যানার্জি ও সিদ্ধার্থ কর সহ অন্য সমাজসেবী সংগঠনের সহযোগিতায় বস্ত্রদানের অনুষ্ঠানের আয়োজন হয় লেক গার্ডেন্স( ইষ্ট ) চ্যারিটিবেল ট্রাস্টের মঞ্চে। উদ্যোক্তা পুলিশ আধিকারিক পিনাকী চক্রবর্তীর সমাজসেবী সংস্থা স্মাইল ওয়ার্ল্ড সেবা মিশন।মুখ্য অতিথি ছিলেন স্থানীয় ৯৩ ওয়ার্ডের পুরপিতা রতন দে।

রতনবাবু তাঁর বক্তব্যের ভুয়সী প্রশংসা করে বলেন পিনাকী চক্রবর্তীর আন্তরিক সহমর্মিতা এক উজ্জ্বল দৃষ্টান্ত আজকের ক্ষয়িষ্ণু সমাজে। পিনাকী চক্রবর্তী বলেন, সমাজবদ্ধ জীব হিসেবে প্রত্যেক মানুষের উচিৎ সমাজের দূর্বল প্রতিবেশীর পাশে থাকা।১৬ বছর ধরে সেটাই করে আসছি হিতৈষীদের সৌজন্যে। প্রস্তুতিই নিচ্ছি স্কুলের ছাত্রছাত্রীদের স্কুলের বাইরে কোচিং ক্লাসের বড় প্রয়োজন। অথচ আর্থিক কারণে অনেক মেধাবী সেই সুযোগে বঞ্চিত হয়। তাদের বিনা খরচে সেই সুযোগ দেওয়ার।সাধে ও সাধ্যের মিলনঘটিয়ে আমৃত্যু সেই মহান যজ্ঞের ব্রতী হয়ে থাকতে চাই।

এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান নিবেদন করে সংগঠনের ছোটরা। সম্মানিত করা হয সহযোগী সমাজসেবী সংগঠনের যোদ্ধাদের। প্রত্যেকেই পিনাকী চক্রবর্তীর এই মহৎ কর্মযজ্ঞে পাশের থাকার অঙ্গীকার করেন।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.