ফিজিক্স ওয়ালা হল একটি নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান।ছাত্রছাত্রীদের সহজ ভাবে এবং তাদের যেভাবে বোধগম্য হয় সেভাবেই তাদের শিক্ষা প্রদান করে এই সংস্থা।তাদের স্বকীয় শিক্ষা প্রদানের পন্থা ছাত্র ছাত্রীদের সহজে পড়াশোনা বুঝতে সাহায্য করে। পাশাপাশি খুব কম বেতনে শিক্ষা প্রদানের জন্য সুনামও রয়েছে এই সংস্থার। সেই সঙ্গে ফিজিক্স ওয়ালা নেশনাল স্কলারশীপ কাম অ্যাডমিসন টেস্টের আয়োজন করতে চলেছে সংস্থাটি।যাতে দুস্থ অথচ মেধাবী শিক্ষা গ্রহণের সুযোগ পায়। এই পরীক্ষায় যারা পাশ করবেন তারা ১০০ শতাংশ স্কলারশীপ পেয়ে পড়াশোনার সুযোগ পাবেন ।যাতে তারা ভবিষ্যতে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ পান ।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.