‘বালক সংঘ’-এর উদ্যোগে এবং ‘মি অ্যাণ্ড মাই ফ্রেণ্ডস’-এর সহযোগিতায় আজ কোলকাতায় হয়ে গেল শিশু ও কিশোরদের বয়সভিত্তিক এক অঙ্কন প্রতিযোগিতা।
আয়োজক সংস্থার বক্তব্য অনুযায়ী, “দেড় শতাধিক শিশু, কিশোর আজকের অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।”

অঙ্কন প্রতিযোগিতাকে উপলক্ষ করে বেলা ১০ টা থেকেই ‘রায় বাহাদুর রোড’-এর একাংশ চলে যায় কচিকাঁচা ও তাদের অভিভাবক-অভিভাবিকাদের দখলে।
অঙ্কন প্রতিযোগিতার আয়োজক সংস্থা ‘বালক সংঘ’-র সম্পাদক অর্পণ মিত্র এবং ‘মি অ্যাণ্ড মাই ফ্রেণ্ডস’-এর প্রতিষ্ঠাতা কিষানকুমার আগরওয়াল একযোগে সাংবাদিকদের জানিয়েছেন, “৫ থেকে ৭ এবং ৭ থেকে ১০ বছরের প্রতিযোগী ও প্রতিযোগিনীরা যেমন খুশি আঁকোর আওতায় থাকলেও, ১০ থেকে ১৩ বছরের প্রতিযোগী ও প্রতিযোগিনীরা শীতকাল বা বনভোজনের দৃশ্য এঁকেছে অন্যদিকে ১৩ থেকে ১৬ বছরের কিশোর কিশোরীরা মেলা বা বিশ্ব উষ্ণায়ণ-কে বিষয় নিয়ে ছবি এঁকেছে।”

আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, “বিভিন্ন বিভাগে বিজয়ী প্রতিযোগী ও প্রতিযোগিনীদের হাতে আগামী ২৬ জানুয়ারী এক অনুষ্ঠানের মাধ্যমে শংসাপত্র ও স্মারক তুলে দেওয়া হবে।”


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.