১৯ জানুয়ারী কলকাতা প্রেস ক্লাবে এক সামাজিক-সাংস্কৃতিক প্রেরণামূলক সম্মেলনে BASAK INTERIORS-এর মালিক, সফল ব্যবসায়িক উদ্যোক্তা সঞ্জীব বসাককে সম্মানিত অতিথি হিসেবে সংবর্ধিত করা হয়।

রোটারি ক্লাব অফ কাসবা, মাস্টার জি এবং LIONS ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের সহযোগিতায় HELLO KOLKATA 3-Dimensional News-Media এই অনুষ্ঠানটি সুসংগঠিত করেছে।

সঞ্জীব বসাককে LIONS এবং ROTARY কর্মকর্তা ডঃ সুরেশ কুমার আগরওয়াল, পদ্মিনী দত্ত শর্মা, কৌস্তুভ মজুমদার এবং সাংগঠনিক মুখপাত্র আশীষ বসাক সংবর্ধনা জানান। ছবি রাজেন বিশ্বাস


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.