আয়োজক সর্বভারতীয় সেশিঙ্কাই শিতো-রিউ ক্যারাটে ডু ফেডারেশন।
এই প্রতিযোগিতার আগে এক অত্যন্ত সুন্দর ট্রেনিং ক্যাম্প হয়।এই টেনিং ক্যাম্পটি করান Youth Olympic gold medalist Mr Alassiri Mohammed A Ved M এবং তার প্রশিক্ষক Ali Misfer Alzahrani.
এই সমস্ত কর্মকান্ড হানসি প্রেমজিৎ সেনের অনুপ্রেরণায়। হানসি প্রেমজিৎ মার্শাল আর্টের জগতে শুধু একটা নাম নয়, হানসি প্রেমজিৎ নিজেই একটা প্রতিষ্ঠান। এই প্রতিযোগিতায় Abhijit Seishinkai Karate Do Academy র পক্ষ থেকে কমবেশি ১০০ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। প্রধান প্রশিক্ষক Shihan Abhijit pal এই প্রতিযোগিতায় অংশ নেন ‘Master’s Kumite’ এ এবং সাফল্যের সঙ্গে স্বর্ণ পদক লাভ করেন।

শিক্ষার্থীরাও অত্যন্ত ভালো ফল করেন শিহান অভিজিৎ পালের কোচিংয়ে। তারা দখল করে ২৫টা স্বর্ণপদক,৩০টা রৌপ্য পদক এবং ৬০ টা ব্রোঞ্জ পদক। Abhijit Seishinkai Karate Do Academy, খড়গপুর শাখার পক্ষ থেকে ২জন উপস্থিত ছিল। তাঁরা খুবই ভালো পারফর্ম করেছে।তারা ২টো সোনা ও ২টো রুপো জিতে নেয়।

Abhijit Seishinkai Karate Do Academy র পক্ষ থেকে এক বার্তায় একটা জানিয়েছেন শিহান অভিজিৎ পাল।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.