দুর্গাপূজো আসতে প্রায় হাতে গোনা দিন । নিজেদেরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য পি এইচ সেলুন নিয়ে এলো, এক ছাদের তলায় চুল থেকে ত্বক পরিচর্যা এবং মেকআপ । সম্প্রতি হয়ে গেল বারাসাত সানসিটি মলে পি এইচ সেলুনের শুভ উদ্বোধন। এই উদ্বোধনে অতিথি হিসেবে ছিলেন তালাশ মিডিয়ার পরিচালন অধিকর্তা হীরক দাশগুপ্ত এবং ছোট পর্দার অভিনেত্রী ত্বরিতা চ্যাটার্জী, টেলি সম্মান প্রাপ্ত সৌরভ ব্যানার্জি ও প্রধান অতিথি হিসেবে ছিলেন সানসিটি মলের মহাব্যবস্থাপক ইন্দ্রজিৎ সিধু । ত্বরিতা চ্যাটার্জী এবং সৌরভ ব্যানার্জীর হাত ধরে হয়ে গেল পি এইচ সেলুনের উদ্বোধন। আগামী আগামী দিনে দুর্গাপূজার জন্য থাকবে আকর্ষণীয় অফার ,এমনই জানান পি এইচ সেলুনের কর্ণধার শান্তা মুখার্জি।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.