যুগচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩০তম শুভ জন্ম জয়ন্তী উপলক্ষ্যে ১০ম প্রণব রথযাত্রা অনুষ্ঠিত হল দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার রবিন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায়।

ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের পরিচালনায় এই রথ প্রদক্ষিণ করে আশপাশের বিভিন্ন গ্রামে। এই রথের মহারথী হিসাবে পুজো করা হয় স্বামী প্রণবানন্দ মহারাজ এবং সারথি দেবাদিদেব মহাদেবকে। সুসজ্জিত এই বর্ণাঢ্য রথ যাত্রায় শিশুদের ব্রতচারী, ক্যারাটে বাহিনী, মহিলা ঢাকী, আদিবাসী নৃত্য, বাংলা -ইংলিশ ব্যান্ড, কীর্ত্তন দল সহ জীবন্ত ঠাকুর সেজে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।


এবছর তারক ব্রহ্ম সিদ্ধ শিব নাম ওঁ হরো গুরু শঙ্কর শিব শম্ভু -এর শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে ১৩০জন মায়েরা এই সিদ্ধ নামের নামাবলী গলায় দিয়ে রথ যাত্রায় অংশগ্রহণ করেন। এই রথ যাত্রায় উৎসাহিত ভক্ত শিষ্যদের সাথে পথের দুইপারে অসংখ্য মানুষ ভীড় করে রথ ও রথের দড়ি স্পর্শ করেন। রথ পরিক্রমা শুরু হয় মন্মথপুর হিন্দু মিলন মন্দির থেকে। পরে বাঁশতলা বাজার, মনসা মন্দির, মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দির থেকে মন্মথপুর প্রণব মন্দির প্রায় ৫কিলো মিটার ধরে এই পরিক্রমা চলে।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.