রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার এ্যাসোসিয়েশন ও অলোক ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল ১৪ তম বঙ্গ শিরোমনি সম্মান প্রদান উৎসব ২০২৪। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী , ক্লাব সভাপতি দেবযানী ঘোষ , সম্পাদক অনুপ কুমার বর্ধন , সহ-সভাপতি সঞ্জয় তাওয়ার, আলি আসরব মিঞা কৌশিক ভাদুড়ী , অরূপ গুহ , সহ: সম্পাদিকা শুভ্রা নায়েক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন।


এবছরের সম্মান প্রাপকেরা হলেন শুভ্রা মন্ডল, অপরাজিতা গাঙ্গুলী, কৌশিক ভাদুরী, অরূপ গুহ , আলি আসরব মিঞা(জালাল মিঞা), মহাশ্বেতা মুখার্জী, মেঘ সায়নতনি ঘোষ, শাগুফটা হানাফি , তপন জানা ,ড. সরবনী চক্রবর্তী ও স্পেশাল সার্টিফিকেট রতন দলুই।
তাছাড়া উপস্থিত থাকছেন দেব কুমার দে , দেবশ্রী মুখার্জি ,রিয়া দাস, আকাশ চ্যাটার্জি, গোপাল দেবনাথ, প্রদীপ বরাল ,তারক ধর , সন্দীপন মান্না, গোপীনাথ ধর ও তনুশ্রী ধর।
সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা পরিকল্পনায় ছিলেন অনুপ কুমার বর্ধন আর মৌসুমী বর্ধন।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.