শ্রীরামপুরে জাতীয় লোক আদালতে সিংহভাগ মামলার নিস্পত্তি

পারিজাত মোল্লা ,

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জমে থাকা মামলার পাহাড় কমাতে সারাদেশ জুড়ে অনুষ্ঠিত হয় জাতীয় লোক আদালত।এতে সিংহভাগ মামলার নিস্পত্তি ঘটে। শনিবার হুগলির শ্রীরামপুর আদালতে বসলো জাতীয় লোক আদালত। হুগলি জেলা ও দায়রা বিচারক

(জেলার জাতীয় লোক আদালতের চেয়ারম্যান) শ্রী শান্তনু ঝার নেতৃত্বে জেলা জাতীয় লোক আদালতের সচিত্র শ্রীমতী শর্মিষ্ঠা ঘোষ এর পরিচালনায় শ্রীরামপুরে ৮ টি বেঞ্চ বসে।এছাড়া চুঁচড়ায় ৯ টি,আরামবাগে ৬ টি এবং চন্দননগরে ৩ টি সর্বমোট হুগলি জেলায় ২৬ টি বেঞ্চ বসেছিল বলে জানান হুগলি জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ এর অফিস মাস্টার সাহানা খাতুন। এদিন শ্রীরামপুর আদালতে ৫ নং বেঞ্চে জুডিশিয়াল অফিসার শ্রীমতী শিউলি রায়ের সাথে ‘সাম্মানিক’ বেঞ্চ জাজ হিসাবে ছিলেন আইনজীবী শ্রীমতী শুভ্রা লাহিড়ী এবং আইনী সংবাদদাতা মোল্লা জসিমউদ্দিন। সংশ্লিষ্ট বেঞ্চে আরোহন ফাইন্যান্স লিমিটেড এবং ইউকো ব্যাঙ্কের অনাদায়ী ঋণ সংক্রান্ত মামলা গুলির শুনানি হয়।উভয়পক্ষের সম্মতিতে সিংহভাগ মামলার নিস্পত্তি ঘটে বলে জানা গেছে।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.