নেতাজির ১৭৬ তম জন্মদিনে দক্ষিণ কলকাতার লেকপল্লীর সংহতি ময়দানে সকাল থেকেই জড়ো হয়েছিল শিশু কিশোরেরাসমাজসেবী সংগঠন স্মাইল ওয়ার্ল্ড সেবা মিশনের অনুষ্ঠানে। সকাল থেকে রাত পর্যন্ত ছিল নানা অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন, বসে আঁকো প্রতিযোগিতা, মজার মজার খেলা, ম্যাজিক শো , কথাবলা পুতুল ইত্যাদি। সবই আয়োজন সমাজের অবহেলিত আর্থিকভাবে পিছিয়ে পড়া ছোটদের জন্য। শেষ পর্বে ছিল পুরষ্কার বিতরণী এবং বিশিষ্ট শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পীদের মধ্যে ছিলেন শান্তিনিকেতনের লোকশিল্পী বাসুদেব বাউল , সঙ্গীতশিল্পী অভিনব চক্রবর্তী ও বিনোদন জগতের শিল্পী অভিরাজ দাশগুপ্ত প্রমুখ।

সংগঠনের প্রাণপুরুষ সম্পাদক পিনাকী চক্রবর্তী জানালেন, বছরভর বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ করার দায়বদ্ধতা নিয়ে চলে স্মাইল ওয়ার্ল্ড সেবা মিশন। নেতাজির জন্মদিনে সমাজে পিছিয়ে পড়া আগামী দিনের নাগরিকদের এক মিলন মেলার মধ্য দিয়ে সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণ করানোর পাশাপাশি তাঁদের সমাজে মূল স্রোতে রাখতেই এই স্মাইল ওয়ার্ল্ড কার্নিভাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ইন কাউন্সিল সদস্য ও বিধায়ক দেবাশিস কুমার এবং স্থানীয় পুরমাতা মৌসুমী দাস। ছিলেন আর এক সমাজসেবী সংগঠন মুক্তি ফাউন্ডেশনের পায়েল ঘোষ ও সংহতি ক্লাবের সম্পাদক কিশোর ঘোষ। প্রত্যেকেই স্মাইল ওয়ার্ল্ড সেবা মিশনের প্রাণপুরুষ পিনাকী চক্রবর্তীর এই নিরলস সমাজসেবামূলক কর্মযজ্ঞের ভুয়সী প্রশংসা করেন।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.