প্লাস্টিক দূষণ রোধ করতে ও প্রকৃতির সবুজায়ন লক্ষ্যে এক অনন্য উদ্যোগ শুরু করলো V-Guard ও Afflatus Foundation । আজ দক্ষিণ ২৪পরগনার সোনারপুরের ক্লাব সমন্বয় সম্মিলনীর সভাহলে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। দার্জিলিং থেকে সুন্দরবনের বিভিন্ন স্কুলের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে এক কর্মীসূচি গ্রহণ করা হয় । আজ দক্ষিণ ২৪পরগনার প্রায় ২৫টি স্কুলের প্রায় কয়েক জন ছাত্র ছাত্রীদের নিয়ে এই সচেতনতা কর্মসূচি চালানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন Afflatus Foundation এর কর্ণধার অয়ন দাস, অনামিকা চৌধুরী এবং শোভন মুখার্জী ও V-GUARD এর পক্ষ থেকে অরিন্দম ঘোষ । আগামী দুই মাস এই কর্মসূচি চলবে বলে জানান Afflatus ফাউন্ডেশনের কর্ণধার শোভন ব্যানার্জী। এদিন উপস্থিত ছাত্র ছাত্রীদের মধ্যে চারাগাছ বিতরণ করা হয় ও “সবুজ সুরক্ষা সাথী” টি শার্ট উন্মোচন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত অভিবাবক ও শিক্ষিকারাও নিজেদের মতামত তুলে ধরেন।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.