“যে পথে গেলো উমা সে পথে আসছে শ্যামা” তবে এখনো দুর্গা পুজোর রেশ কাটিয়ে উঠে পারেনি বাঙালি।
দুর্গা পুজো হল। রমরমিয়েই হল, সাথে জোরকদমে হল Ashley Hill presents Indian festival “সেরা পুজো”২০২৫ Co present by Arc insulation and insulators Powered by Puzzel Effect শিরোপা লড়াই।

সর্বপ্রথম ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ও দুর্গা অনলাইন আমাদের সকল খবর দর্শক এবং পাঠকদের জানিয়েছেন শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা।
কলকাতার দুর্গা পুজো যেমন জগৎ সেরা তেমনই এই পুজো কে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক শারদ সম্মান। যা পুজোর কর্মকর্তাদের মধ্যে এবং পুজোর শিল্প উদীপন্নাকে বারিয়ে তুলেছে আরো উচ্চতার সিঁড়ির একধাপ। তেমনই এই সেরা পুজো শিরোপা কিংবা শারদ সম্মান প্রতিষ্ঠান গুলির মধ্যে অন্যতম এবং প্রতিটি ক্লাব মুখে চর্চিত ইন্ডিয়ান ফেস্টিভ্যাল " সেরা পুজো"_র শিরোপা।
দেখতে দেখতে এবছর তাদের এই সেরা পুজোর শিরোপা ২১ বছরে পদার্পণ করেছে। এই লড়াই শুরু হয়েছিলো ২০০৪ – ২০০৫ সাল থেকে যা আজ ও এক ভাবে চলে আসছে। তাদের ২১ বছর উদযাপন করেছে মহাধুমধামে আনন্দের সাথে। আমরা ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এবং দুর্গা অনলাইনের কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পেরেছি প্রতি বছরের ন্যায় এবার তাদের পুজোর লড়াইয়ের বিচার ব্যবস্থা এবং ফলাফলে নতুন সংযোগোনা তারা এনেছেন যেমন উত্তরের সেরা , দক্ষিণের সেরা এছাড়াও তাদের কিছু বিভাগীয় পুরস্কার এবং সেরা প্রতিমা ইত্যাদি । তাঁরা এবং তাদের বিচারক মন্ডলী জানিয়েছেন প্রতিবছরের তুলনায় এবছরের পুজোর শিরোপা বিচার করা খুব কঠিন হয়ে উঠেছিলো তার কারণ স্বরুপ প্রতিটি পুজো মণ্ডপ একে অপরকে ছাপিয়ে উঠেছিলো। এছাড়া আমরা তাঁদের সাথে কথা বলে জানতে পারি শুধু কলকাতা নয় হুগলি জেলার চুঁচুড়া শহরেও পুজোর মান পুজোর শিল্পগত মান অনেক উচ্চতম পর্যায় গেছে, এবং তাদের সেরা পুজোর শিরোপা ছড়িয়ে পড়েছিলো চুঁচুড়া’তেও।
ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এবং দুর্গা অনলাইনের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি বিজয়া দশমীর পর দিন থেকেই তাঁরা আসন্ন বছর ২০২৬ নিয়ে তাদের কর্মসূচি শুরু করে দিয়েছে, কারণ তাঁরা তাঁদের এবছরের প্রধান শিরোনাম, সহযোগী শিরোনাম পৃষ্ঠপোষক “Ashley Hill” এবং “Arc insulation and insulators ltd” এবং সহযোগী পৃষ্ঠপোষক “Puzzel Effect “_কে তাঁরা ভবিষ্যতেও সাথে পাবেন এবং পৃষ্ঠপোষকেরা তাঁদের পুজো নিয়ে কাজ করার সাহস এবং উদ্দীপনা দিয়েছেন এবং সাথে আশ্বাস দিয়েছেন তাঁরা তাঁদের সাথে থেকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব প্রাণের উৎসবে আরো উচ্চমানে নিয়ে যাবেন। ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এবং দুর্গা অনলাইন সেই সাহস এবং চ্যালেঞ্জকে সামনে রেখে তাঁরা কথা দিয়েছেন ” আসছে বছর আবার হবে ” তবে তার আকার অনেক বড়ো হবে এবং তাঁরা ধন্যবাদ জানিয়ে বলেছেন
“আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যারা সেরা পুজোর শিরোপা জন্য সাপোর্ট এবং অক্লান্ত পরিশ্রম করেছেন তাঁদের নতমস্তকে প্রণাম”।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.
