কলকাতা, ১৪ জুলাই: উত্তরবঙ্গ শব্দটার মধ্যেই লুকিয়ে আছে ছুটির আমেজ। কতই না ছবিই ভেসে ওঠে মনে। দার্জিলিং মেলে চেপে কয়েকদিন ছুটি কাটিয়ে আসা। দার্জিলিং থেকে সাত সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা আবার কখনও সেবকের রাস্তা ধরে সিকিম। আঁকাবাঁকা রাস্তা, ঝিরঝিরে ঝর্ণা, পাখির ডাক, কুয়াশা ঢাকা সবুজ আর পাহাড়ের বুক চিরে বইতে থাকা নদী। গরমকালে এই ঠান্ডার আমেজ নিতে হাজার হাজার দক্ষিণবঙ্গবাসী পাড়ি দেন পাহাড়ে। গরমের ছুটি মানেই বাঙালির ডেস্টিনেশন পাহাড়। আর এবছর, দুমাস ধরে পুড়েছে বাংলা, দেখা যায়নি বৃষ্টির মুখ। কলাইকুণ্ডা, পানাগড়, বাঁকুড়ার তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি ছুঁয়েছে। চড়েছে কলকাতার পারদ। গরমে এবার এগিয়ে বাংলা বললেও খুব একটা ভুল বলা হবে না! তারপর যা হওয়ার তাই হয়েছে। গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। ২৬ মে, ২০২৪ আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল। তারপর দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি থামলেও, থামেনি উত্তরবঙ্গে। বন্যার ছবি উত্তরবঙ্গ জুড়ে। কোথাও নদী ভাঙন, কোথাও হড়পা বানে ভেসে যাচ্ছে রাস্তা আবার কোথাও ধসে পড়ছে পাহাড়। ১০ নম্বর জাতীয় সড়ক দিনের পর দিন বন্ধ। সড়কের একটা অংশ ভেসে গেছে তিস্তায়। দিনে দিনে চওড়া হচ্ছে তিস্তা। তিস্তাবাজার এলাকায় ভেঙে পড়েছে একের পর বাড়ি। ছাদ হারিয়ে, কাজ হারিয়ে রাস্তায় বসছেন মানুষ। গতবছর তিস্তা বিপর্যয়ের পর কি সতর্কতা নেওয়া যেতে পারতো না? এ বছরও দেখতে হল একই ছবি। পাশপাশি দার্জিলিঙে নির্মাণ আর উন্নয়নের ঠেলায় মাটি বসতে শুরু করেছে। কোথাও কোথাও বাড়িতে দেখা যাচ্ছে জোশীমঠের মতো ফাটল। মালদায় গঙ্গা গ্রাস করছে মাইলের পর মাইল জমি। সেখানে মাথা গোঁজার ঠাঁই নেই মানুষের। চাষের জমি নদীগর্ভে। কাজ হারিয়ে বহু মানুষ আজ পরিযায়ী শ্রমিক। উত্তরবঙ্গের দিকে দিকে শুধুই বিপন্নতা আর ভয়।

কেন এই দশা উত্তরবঙ্গের পাহাড় বা সমতলের? কেন বছর বছর বাড়ছে বৃষ্টি? কেন বাড়ছে পাহাড়ে ধস? উত্তরবঙ্গ মানে, পাহাড় কী আর আমাদের বেড়াতে যাওয়ার জায়গা থাকবে না? কী হবে উত্তরবঙ্গের হাজার হাজার বাসিন্দাদের? প্রতি বছর বর্ষা আসা মানেই সিঁদুরে মেঘ দেখবেন তাঁরা? কেন প্রতি বছর বন্যার ছবি দেখছেন উত্তরবঙ্গবাসী? আমরাই কি করলাম উত্তরবঙ্গের এই হাল? সেই উত্তরের সন্ধানে উত্তরবঙ্গের আক্রান্ত অঞ্চলে গিয়ে মানুষের দুঃখ কষ্টের ছবি তুলে আনলো TV9 বাংলা। সেই বিপন্নতার ছবি ও বিশেষজ্ঞদের মতামত সহ দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিপন্ন উত্তরবঙ্গ’। ১৪ জুলাই রবিবার রাত ১০ টায়।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.