
উড়ান মানব সম্মাননা…
দীর্ঘ অপেক্ষার অবসানের পর অবশেষে উড়ান পাঠশালা তাদের আগামী দিনের কর্মসূচির পরিকল্পনা প্রচারমূলক ভিডিও প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গের বিশেষ কিছু জনকল্যাণমূলক কাজে যুক্ত স্বনামধন্য ব্যক্তির উপস্থিতিতে আগামী ২২শে জানুয়ারী ২০২৫ রোটারী সদনে বেলা ১টার সময় `উড়ান মানব সম্মাননা’ উৎসবের উদযাপনের মাধ্যমে এই বিশেষ দিনটি পালিত হতে চলেছে। আসুন আমরা সকলে মিলে সেই শুভ লগ্নের সাক্ষী হই .

উড়ান পাঠশালার মূল উদ্দেশ্য হল এমন এক শিক্ষা পদ্ধতি তৈরী করা, যেখানে পড়াশোনা হবে সহজ, আকর্ষণীয় এবং সবার সাধ্যের মধ্যে। একটি সমাজের সামগ্রিক উন্নতির জন্য শিক্ষা, স্বাস্থ্যের মত যে ক্ষেত্রগুলির ভূমিকা সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সর্বাগ্রে সেই ক্ষেত্রগুলির উন্নতি সাধন করা। মানুষের পাশে দাঁড়ানো, সহায়তা করা, সবার সাথে সম্পর্ক স্থাপন করা। এইভাবে নিজস্ব কর্মপন্থার মাধ্যমে সবার ভিতর দায়িত্ব, মূল্যবোধ, ন্যায়-নীতির মত চারিত্রিক গুণাবলীর প্রসার ঘটানো। উড়ান পাঠশালার মূল লক্ষ্য হল এমন এক আগামীর জন্ম দেওয়া যেখানে প্রত্যেকে হবে সৎ, আদর্শবান, অনুভূতিশীল। জাতি ধর্মের গন্ডী পার করে সবাই হয়ে উঠবে সহ নাগরিক।
সেদিন কালচারাল প্রোগ্রামে থাকছেন যোগেশ মাইম একাডেমী থেকে নাট্যকর্মীরা তাদের বিখ্যাত মাইম পরিবেশনা নিয়ে এবং তার সাথে থাকবে বিখ্যাত আর্জে রয় এর “শব্দবাজি” পরিবেশনা লাইভ অডিয়েন্স এর সাথে | থাকছে উড়ান কর্মশালার সাথে যুক্ত শিল্পীদের নাচ ও গানের পরিবেশনা | প্রতি নতুন শিল্পীদের ভালো স্টেজ উপহার দেয়ার জন্য উড়ান এর এই প্রচেষ্টা সত্যি প্রশংসনীয় | ওই দিন এই সংস্থার পক্ষ্য থেকে দেয়া হবে “উড়ান মানব সম্মানননা” .
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.