গৌরাঙ্গ গৌড়ীয় মিশন সেবাশ্রমের উন্নতি কল্পে অনুষ্ঠান অনুষ্ঠিত হল সোমবার সোদপুরের মুরাগাছায়। ২০০৩ সাল থেকে পথ চলা শুরু অনাথ ও অসহায় বালিকাদের আশ্রয় এই গোরাঙ্গ গৌড়ীয় মিশন সেবাশ্রম। প্রথমে ৪/৫জন বালিকা ও শিশু নিয়ে সেবাশ্রম শুরু হয়েছিল এখন তা বেড়ে ৫০। মূলত দুঃস্থ ছাত্র ছাত্রীদের জীবনের দিশা দেখাতে বদ্ধ পরিকর এই স্কুল। এই আবাসিক ও আশ্রমের নতুন ভবনের শুভ সূচনা হয়ে গেল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। অসহায় মেয়েদের আশ্রয় ঠিকানা হয়ে চলছে এবং কোনো রকম সরকারি অনুদান ছাড়াই মানুষের জীবনে সেবার ব্রত নিয়ে এগিয়ে চলেছে সাগর শিক্ষা নিকেতন । আজ এই শিক্ষা নিকেতনের নতুন এক ভবনের দার উদ্ঘাটন হলো। সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মনোতোষ বেরা, পশ্চিমবঙ্গ নম;শুভ্র ও তপশিলি সম্প্রদায়ের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য, আশ্রমের প্রধান কর্ণধার শর্মিলা দেবী দাসী, অরুণ আগরওয়াল সহ অন্যান্যরা। সম্পূর্ণ বিনামূল্যে তাঁদের দেখভাল এবং তাঁদের বৈষ্ণব বাদে শিক্ষায় শিক্ষিত করে তুলছে এই আশ্রমটি।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.