গত ৭ই জানুয়ারী র বিকেলে,ভারত সেবাশ্রম সংঘের কার্য্যকরী সভাপতি সন্ন্যাসী স্বামী পূর্ণআত্মানন্দজী মহারাজ এর শততম বর্ষ পালনভ উপলক্ষে বেহালা প্যারিস পাড়া সংঘের ‘রাজর্ষি ভবনে’ পালিত হয়।এই ভবনের প্রধান আধিকারিক খোকন মহারাজ ,বিশিষ্ট সমাজ সেবী আদর্শ সিনহা র আন্তরিক উদ্যোগে দৃষ্টিহীন শিক্ষার্থী মহারাজ কে প্রদীপ জ্বালিয়ে ও ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানায়।এছাড়াও উপস্হিত বহু ভক্ত সহ সমাজের বিশিষ্ট জনদের সামনে মহাত্মা গান্ধী সহ বেশ কিছু বরেণ্য মানুষের সান্নিধ্যে থাকা কয়েক টি কথায় শোনান এই প্রবীণ সন্ন্যাসী। ছবি তাপস রায়


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.