৮ই জুন ২০২৩, মোহিত মৈত্র মঞ্চে ছন্দ ছবির ঐকান্তিক প্রয়াসে পরিবেশিত হয়েছে কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরাণী ‘ অবলম্বনে নৃত্য নাট্য। মহিলা কলাকুশলীরা বিশেষ ভাবে লাঠি খেলায় প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে অনুষ্ঠানটিকে সম্পাদন করেছেন। আর ছিল নুপুরের রণদুন্দুভি। নুপুরের ঝঙ্কারে সাক্ষাৎ ঘটেছে রায়বেঁশে, বাউল, রণপা , ছৌ নাচের সাথে। নৃত্য পরিচালনা অপরাজিতা সাহা।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.