UDAN পাঠশালা
Udan Pathshala
Bhowmik Decorators Building,
2nd Floor Parbirhata, District- Purba Bardhaman,Pin-713103, WB Contact: 8101614320
দীর্ঘ অপেক্ষার অবসানের পর অবশেষে উড়ান পাঠশালা তাদের আগামী দিনের কর্মসূচির পরিকল্পনা প্রচারমূলক ভিডিও প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গের বিশেষ কিছু জনকল্যাণমূলক কাজে যুক্ত স্বনামধন্য ব্যক্তির উপস্থিতিতে আগামী ২২শে জানুয়ারী ২০২৫ রোটারী সদনে বেলা ১টার সময় `উড়ান মানব সম্মাননা’ উৎসবের উদযাপনের মাধ্যমে এই বিশেষ দিনটি পালিত হতে চলেছে। আসুন আমরা সকলে মিলে সেই শুভ লগ্নের সাক্ষী হই ৷
উড়ান পাঠশালার মূল উদ্দেশ্য হল এমন এক শিক্ষা পদ্ধতি তৈরী করা, যেখানে পড়াশোনা হবে সহজ, আকর্ষণীয় এবং সবার সাধ্যের মধ্যে। একটি সমাজের সামগ্রিক উন্নতির জন্য শিক্ষা, স্বাস্থ্যের মত যে ক্ষেত্রগুলির ভূমিকা সব চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সর্বাগ্রে সেই ক্ষেত্রগুলির উন্নতি সাধন করা। মানুষের পাশে দাঁড়ানো, সহায়তা করা, সবার সাথে সম্পর্ক স্থাপন করা। এইভাবে নিজস্ব কর্মপন্থার মাধ্যমে সবার ভিতর দায়িত্ব, মূল্যবোধ, ন্যায়-নীতির মত চারিত্রিক গুণাবলীর প্রসার ঘটানো। উড়ান পাঠশালার মূল লক্ষ্য হল এমন এক আগামীর জন্ম দেওয়া যেখানে প্রত্যেকে হবে সৎ, আদর্শবান, অনুভূতিশীল। জাতি ধর্মের গন্ডী পার করে সবাই হয়ে উঠবে সহ নাগরিক।
UDIN পাঠশালা,
উড়ান মানব সম্মাননী ,অনুষ্ঠানের কর্মকান্ড :
উড়ান পাঠশালার মূল উদ্দেশ্য হল এমন এক শিক্ষা পদ্ধতি তৈরী করা, যেখানে পড়াশোনা হবে সহজ, আকর্ষণীয় এবং সবার সাধ্যের মধ্যে । আগামী ২২ সে জানুয়ারি এই বিশেষ দিনটিতে আমরা উড়ান পাঠশালার কর্মসূচির মূল পরিকল্পনা ভিডিওটি(পরিচালনায় অরুদীপ্ত দাশগুপ্ত) কিছু বিশেষ মানুষের উপস্থিতি ও আশীর্বাদ সহকারে প্রকাশ করতে চলেছি। এর সাথে আমাদের ভারতীয় সংস্কৃতির ধারাকে উজ্জ্বল রাখতে আমরা আয়োজন করেছি বিশেষ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে থাকছে:
১. মঞ্চ পরিচালনায় বিশিষ্ট রেডিও জকি RJ Roy এবং তাঁর শব্দবাজির ডালি
২. পশ্চিমবঙ্গ সরকারের শিল্প সংস্কৃতি প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারি বিশিষ্ট নৃত্য গুরু শ্রী তন্ময় সেনগুপ্ত মহাশয় এবং তাঁর নৃত্যদলের এক অভিনব পরিবেশনা
৩. জনপ্রিয় টেলিভিশন শো Bengal Got talent এর চ্যাম্পিয়ন এবং রানার আপ বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৌরভ চক্রবর্তী এবং অনিশা পান
৪. ভারতীয় সংস্কৃতির বিশিষ্ট কথাকলি নৃত্য শিল্পী ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ।
শান্তনু দাস পরিবেশন করবেন
৫. আবৃত্তি শিরোমণি শিরোপায় ভূষিত স্বনামধন্য আবৃত্তি শিল্পী ও গুরু শ্রী দেবাশীষ ধাড়া মহাশয় এবং তাঁর সংগতে আবৃত্তি ও বাচিক শিল্পী সুকন্যা সাহানা -র এক অনন্য উপস্থাপনা
৬. মূকাভিনয় জগতের রত্ন শ্রী যোগেশ দত্ত মহাশয়ের গোষ্ঠীর এক অভিনব পরিবেশনা, সুশান্ত সাহার পরিচালনায় – এই বিশেষ দিনে আসুন আমরা সকলে মিলে এই শুভ লগ্নের সাক্ষী হই।
Kolkata, West Bengal – Udan Pathsala is proud to launch its most awaited propaganda video, witnessing the top social activists of West Bengal. Despite this, they will be giving lifetime achievement rewards to those personalities who have been dedicating their whole life for the welfare of people. Let’s celebrate the glorious day together and make some remarkable memory to encourage our future generations on coming 22nd January 2025 at Rotary Sadan,Kolkata.
Udan Pathshala stands for the development of education to each corner of our country. From learning the alphabet and recognising animals to knowing the world around, building pillars in technology and science, or say even bringing political social reforms, education is the key. Udan Pathshala has taken vow to make education easy, attractive and as colourful as rainbow. Money will not be a barrier between education and poverty.
Programme flow:
The main moto of Udan pathshala is to build a education method where it will be easier, colourful and affordable for all. Coming 22nd January we are going to release our first add film (Directed by Arudipta Dasgupta) & felicitate some generous people, who have sacrificed their whole life serving others. Along with that there will be some cultural events, like:
- Stage hosting will be lightened with famous radio jockey RJ Roy
- A devotional dance tribute by Tanmoy sengupta sir and his dance group
- Famous kathakali dancer Shantanu das
- Television show bengal got talent champion and runner up singer Sourav Chakraborty and Anisha pan
- Recitation guru Debasis Dhara and sukanya saana
- A wonderful mime representation ny Dumdum Mime group Directed by Susanta Saha।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.