নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯ তম জন্মদিবস উপলক্ষে মহাজাতি সদনে প্রতিবারের মতো এ বছরও
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ এবং মহাজাতি সদন, অছি পরিষদের যৌথ উদ্যোগে
পালন করা হলো বিশেষ দিনটি।


বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
সদনের বাইরে পতাকা উত্তোলন
করলেন।ঠিক বারোটা বেজে পনেরো মিনিটে মঙ্গল শঙ্খধ্বনি দিয়ে স্মরণ করা হলো নেতাজি সুভাষচন্দ্রের জন্মমুহূর্ত। দেশাত্মবোধক কবিতার আবৃত্তির আবহে আমন্ত্রিত অতিথিবর্গ নেতাজি সুভাষচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন। নেতাজিকে শ্রদ্ধা জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়, মাননীয় মন্ত্রী ডাক্তার শশী পাঁজা, অছি পরিষদের সদস্য সুধাংশু দে,ডাক্তার পার্থপ্রতিম হাজারি, মহাজাতি সদনের মাননীয় সচিব নুরুল হুদা মহাশয় প্রমূখ।


‘বাংলার মাটি বাংলার জল’… রাজ্য সংগীত দিয়ে হলো অনুষ্ঠানের শুভ সূচনা। মাননীয় অতিথিদের মূল্যবান বক্তব্য এবং এদিনের স্মারক বক্তা অধ্যাপক ভাস্কর চক্রবর্তীর নেতাজীর চেতনায় ভারতীয় গণতন্ত্র ও সমন্বিত সমাজ ‘ শীর্ষক স্মারক বক্তৃতা ছিল সভার প্রথম পর্বের উল্লেখ্য আকর্ষণ।


অনুষ্ঠানের দ্বিতীয় অর্ধে ছিল বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নাচ গান অভিনয়ের মধ্য দিয়ে দেশাত্মবোধক অনুষ্ঠান।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.