নিজস্ব প্রতিনিধি: কলকাতা, ২২ জানুয়ারি, ২০২৫। গত ১৯ জানুয়ারি রবিবার সিঁথি রাসবিহারী আদর্শ ব্যায়াম মন্দির এ অশোক আখড়া এক ব্যায়াম মন্দির এর উদ্যোগে আয়োজিত হল তৃতীয় অল বেঙ্গল ওপেন আয়রন লিফটিং, বডি বিল্ডিং, আর্ম ফাইটিং, যোগা, ডান্স চ্যাম্পিয়নশিপ-২০২৫। এদিন সকাল থেকেই সব ধরণের প্রতিযোগীতা শুরু হয়ে যায়। রাজ্যের ১০টি জেলার ছেলে মেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ ছাড়াও দুই পড়শি রাজ্য বিহার ও ঝাড়খণ্ডের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল এই চ্যাম্পিয়নশিপে।

এই রাজ্যের জেলাগুলোর মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, মালদহ, হুগলি, হাওড়া, বর্ধমান, রাজগঞ্জ উল্লেখযোগ্য। রাত পর্য্যন্ত চলে এই সারাদিনব্যাপি প্রতিযোগিতা। এদিন বিচারক মন্ডলীর বিচারে ম্যান অফ স্টিল খেতাব পেলেন পুরুষ বিভাগে সুকান্ত মন্ডল ও শুভজিৎ দেউড়ি। মহিলাদের মধ্যে প্রত্যুষা অধিকারী, অনন্যা ও বিথিকা রায়। বেস্ট পোজারের খেতাব পেলেন চন্দন হাজরা। বেস্ট ডান্সার এর খেতাব পেলেন একসাথে চারজন ওলিপ্রিয়া, পৌলমী, সোনালী এবং স্বস্তিকা। বেস্ট লিফটার এ. ভি. স্বামী ও শুভম। টিম চ্যাম্পিয়ন এর খেতাব পেল হালিশহর। এদিনের অনুষ্ঠানে অতিথি এবং বিচারক মন্ডলীর সদস্যরা হলেন বিমল চন্দ, পার্থ চন্দ, পৃথা চন্দ, গোপাল দেবনাথ, বিজয় সিং, শুভজিৎ ঘোষ, গৌরাঙ্গ চক্রবর্তী, প্রদীপ সাহা, পাঁচুগোপাল দাস, উৎপল মন্ডল এবং  অভিষেক গুপ্তা। অফিসিয়ালের দায়িত্ব সামলেছেন মহেশ্বরী বারুই, আমিশারাজ, আয়েশারাজ, অনির্বান নন্দী এবং সোমনাথ। সমগ্ৰ অনুষ্ঠানটি সঠিকভাবে পরিচালনা ও সঞ্চালনা করেন এই সংস্থার কর্ণধার ব্যায়ামবীর এবং বলিউড ও টলিউডের অভিনেতা অশোকরাজ। বিজয়ীদের হাতে ট্রফি এবং সার্টিফিকেট তুলে দেন উপস্থিত অতিথিগণ।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.