নিজস্ব প্রতিবেদন: উত্তর চব্বিশ পরগনা অন্তর্গত সোদপুর পানিহাটি অঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যালয় পানিহাটি ত্রাণ নাথ হাই স্কুলের অঙ্কের শিক্ষক শ্রী গৌতম বালা মহাশয় আজ তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করলেন। বিদ্যালয়ের ছাত্ররা সকলে তাদের প্রিয় স্যারকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে তার কর্মজীবনের শেষ দিনটি কে উদযাপন করেছে।

বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষকরাও উপস্থিত থেকে শিক্ষক গৌতম বালা মহাশয় কে বিদায় সংবর্ধনা দিলেন। বিদ্যালয়ের স্টাফ কাউন্সিল সেক্রেটারি শিক্ষক ডক্টর স্বপন কুমার নাথ সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেছেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী দেবব্রত দাস মহাশয় গৌতম বাবুর কর্ম জীবন নিয়ে আলোচনা করেছেন। শিক্ষক স্বপন বাবুর সঙ্গে কথা প্রসঙ্গে আজ এই খবরটি পানিহাটি মানুষের সঙ্গে শেয়ার করতে পেরে সাংবাদিক জীবনের একটি বড় কাজ করতে পারলাম।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.