পূর্ব ভারতের বৃহত্তম জুয়েলারি খুচরো সংস্থা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, সম্প্রতি ডেলয়েটের ফেব্রুয়ারি ২০২৪ রিপোর্টে গ্লোবাল টপ ১০০ বিলাসবহুল ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে। বর্তমানে সংস্থার ১৭৫টিরও বেশি শোরুম রয়েছে সারা দেশে। টিআরএ-র মতে পরপর চার বছর ভারতের দ্বিতীয় সর্বাধিক বিশ্বস্ত জুয়েলারি ব্র্যান্ড হিসেবে স্বীকৃত এবং ২০২৪ সালে ‘সর্বাধিক চাহিদাসম্পন্ন’ জুয়েলারি ব্র্যান্ডের সম্মানপ্রাপ্ত সেনকো এবার নববর্ষ এবং অক্ষয় তৃতীয়াকে সামনে রেখে তাদের ‘ব্যাঙ্গেল উৎসব ২০২৫’ এবং একাধিক অফার ঘোষণা করল।

সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুতে বিনিয়োগের শুভ সময় হিসেবে গণ্য পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়ার এই লগ্নে, সেনকো তাদের কারিগরদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ঐতিহ্যকে উদযাপন করতে দুটি বিশেষ ক্যাম্পেইন চালু করেছে—#KhushiyonKiReet ও #ApkaShukriya।

KhushiyonKiReet ক্যাম্পেইনের মাধ্যমে সংস্থা তাদের মাস্টার কারিগরদের অসামান্য দক্ষতা এবং নিষ্ঠার প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছে। প্রেম, ঐতিহ্য ও শিল্পের মিশেলে এই কালেকশনের প্রতিটি অলঙ্কার সোনার মধ্যে ফুটিয়ে তুলেছে এক অমূল্য ঐতিহ্য।

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.100462966, 0.6027917);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;

৮৫ বছরেরও বেশি সময়ের গৌরবময় যাত্রাকে স্মরণ করে সেনকোর #ApkaShukriya ক্যাম্পেইন একপ্রকার ধন্যবাদ জ্ঞাপন সেই সকল কারিগরদের উদ্দেশে, যাঁদের অদম্য পরিশ্রম এবং নিখুঁত কারিগরিতেই প্রতিটি অলঙ্কার হয়ে ওঠে জীবন্ত শিল্পকর্ম। এই ক্যাম্পেইনের অধীনে সোনা, হীরা, পোলকি ও প্রাচীন নকশার এক বিশাল সংগ্রহ উপস্থাপন করা হয়েছে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে সেনকোর ঐতিহ্যকে চিহ্নিত করে এসেছে।

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ডিরেক্টর এবং হেড অফ মার্কেটিং ও ডিজাইন, মিসেস জয়িতা সেন বলেন, “#ApkaShukriya ক্যাম্পেইন কারিগর এবং তাঁদের অসাধারণ কারিগরি দক্ষতার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। সেনকোর নাম মানেই নকশা ও উৎকৃষ্ট কারিগরিতার ৮৫ বছরের উত্তরাধিকার। আমরা আমাদের কারিগরদের এবং তাঁদের পরিবারকে ধন্যবাদ জানাই, যাঁরা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের সঙ্গে যুক্ত থেকেছেন।”

সংস্থার এমডি ও সিইও, শুভঙ্কর সেন বলেন, “এই বছর ব্যাঙ্গেল উৎসবে আমরা সোনা, হীরা ও প্ল্যাটিনামে ১০০-রও বেশি নতুন ডিজাইন এনেছি—যার মধ্যে রয়েছে বাঙ্গলস, ব্রেসলেট, চার্ম, চূড়, বালা, পোলা এবং শাখা। প্রত্যেকটি ডিজাইনকে আধুনিকতার ছোঁয়ায় ঐতিহ্যের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয়েছে, যাতে সব বাজেট এবং রুচির মানুষ তাঁদের পছন্দসই গহনা বেছে নিতে পারেন। সেনকো তার ঐতিহ্যবাহী কারিগরি সম্মান জানিয়ে নতুনভাবে আধুনিক বিলাসিতাকে সংজ্ঞায়িত করতে চায়—কারণ প্রতিটি অলঙ্কার শুধু গহনা নয়, বরং একটি ঐতিহ্য গঠনের অংশ।”

তিনি আরও জানান, “বর্তমানে সোনার দাম উর্ধ্বমুখী হওয়ায়, আমাদের ফ্লেক্সি অ্যাডভান্স প্লান গ্রাহকদের জন্য সেরা সুযোগ। এই প্ল্যানে গ্রাহকরা আজকের মূল্যে তাঁদের গহনা বুক করতে পারবেন এবং ভবিষ্যতে সোনার দাম বাড়লেও পুরনো মূল্যের সুবিধা উপভোগ করতে পারবেন।”

এই ফ্লেক্সি অ্যাডভান্স প্লান কার্যকর থাকবে ০১ মার্চ ২০২৫ থেকে ২০ এপ্রিল ২০২৫ পর্যন্ত, এবং রিডেম্পশন পিরিয়ড ০৫ এপ্রিল থেকে ০৪ মে ২০২৫ পর্যন্ত সমস্ত প্যান-ইন্ডিয়া শোরুমে প্রযোজ্য।

পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়ার অফারসমূহ (০৭ এপ্রিল থেকে ০৪ মে ২০২৫):

সোনার প্রতি ১০ গ্রামে সর্বোচ্চ ২৫০০ টাকা ছাড়

পুরানো সোনার এক্সচেঞ্জে ০% কাটা

হীরার গহনায় ১/- টাকা মেকিং চার্জ এবং হীরার মূল্যে সর্বোচ্চ ১০% ছাড়

প্ল্যাটিনাম জুয়েলারির মেকিং চার্জে সর্বোচ্চ ২০% ছাড়

হীরা কিনলে সোনা ফ্রি, সোনা কিনলে রূপা ফ্রি

১১-১৫ এপ্রিল, ২০২৫-এর মধ্যে ৫০,০০০/- বা তার বেশি মূল্যের কেনাকাটায় এসবিআই কার্ড ব্যবহার করলে প্রতি কার্ডে সর্বোচ্চ ৫,০০০/- অতিরিক্ত ছাড়

সেনকোর গহনার দাম শুরু হচ্ছে মাত্র ৪০,০০০/- টাকা থেকে। গ্রাহকরা তাঁদের নিকটবর্তী শোরুমে অথবা অনলাইনে www.sencogoldanddiamonds.com-এ সর্বশেষ কালেকশন ঘুরে দেখতে পারবেন।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.