হরেক গহনার সম্ভার নিয়ে কলকাতায় স্টাইল এডিক এনিভার্সারি অনুষ্ঠীত হল ।
ই এম বাইপাস সংলগ্ন ১১৫ মেট্রোপলিটন সোসাইটি হলে। জুয়েলারি ফ্যাশান ডিজাইনার উজমা ফিরোজের আয়োজনে ১১ তম স্টাইল এডিক এনিভার্সারিতে ছিল ছিল চোখ ধাঁধানো নানা ব্র্যান্ডের রকমারি গহনা।
আধুনিক ডিজাইন থেকে ট্রেডিশনাল সবেরই কালেকশান ছিল বেশ নজরকাড়া। ক্রেতারাও উপচে পড়েন। ১০ হাজার টাকার উপর কেনাকাটায় আকর্শনীয় উপহার দেওয়া হয় ক্রেতাদের। উজমা ফিরোজ বলেন, প্রতিবারই নতুন নতুন ডিজাইনের নানা গহনা প্রদর্শনীতে তুলে ধরা হয়। এবারেও ব্যাতিক্রম নেই। আগামী দিনে আরো নতুন নতুন ডিজাইন নিয়ে হাজির হবেন।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.