কিংস্টন কলেজের আইন বিষয়ক সম্মেলন

দেশ গড়ার লক্ষ্যে ,মানব সভ্যতার উন্নয়নে আইনী শিক্ষা ভীষণ জরুরি , সেই কথাকে গুরুত্ব দিয়ে বারাসাতের কিং স্টন ল কলেজ আয়োজন করেছিল এক বিশেষ পরামর্শ মূলক আইনি সম্মেলন । বেশ কয়েকজন জ্ঞানী ও প্রথিত যশা আইনজ্ঞ র উপস্থিতিতে কলেজের প্রায় ৬০০ আইনি ছাএ ছাত্রীদেরকে নিয়ে করপোরেট,

লিটিগেশন,আরবিটেশন বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। কলেজের সেক্রেটারি উমা ভট্টাচার্য,সভাপতি টিপম ভট্টাচার্য , অ্যাকাডেমিক এডভাইজার ডক্টর মনি শংকর চক্রবর্তী এবং ডাইরেক্টর ল কলেজ সুমন গুপ্ত শর্মা জানালেন কিংস্টন বর্তমানে রাজ্যের সর্ব বৃহৎ আইনীসহায়তা লাভের এবং ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্য নিয়ে গড়ে ওঠা প্রতিষ্ঠান।
এদিন আলোচনায় অংশ নেন আইনজীবী প্রদ্যুৎ ব্যানার্জী, দেবাশিস সরকার , শুভজিৎ বল,রাকেশ সামন্ত্র রায়,অচিন জানা এবং শর্মিষ্ঠা গাঙ্গুলী সহ আরো অনেকে ।

এক জন প্রকৃত আইনজীবি হিসেবে আদালত এ নিজেকে সঠিক ভাবে উপস্থাপন করাই এক সঠিক আইন সহায়কের কাজ।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.