অভিনেত্রী পীয়ান সরকার জানালেন রাজা চন্দর মধ্যে নাকি একটি অদ্ভুত দ্বৈত স্বত্বা আছে. যেমন জনপ্রিয় কমার্শীয়াল ছবি পরিচালনা করেন ও তার জনপ্রিয় গানও লেখেন… তেমনি গানে গাওয়ার বেলাতেও তিনি যথেষ্ঠ পারদর্শী. আর প্রচুর রবীন্দ্র সঙ্গীত ও চর্চা করেন. খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইলেনও পরিচালক দেবী 2 এর মঞ্চে.
আমন্ত্রিত স্টার রা ধন্যবাদ জ্ঞাপন করলেন ও দেবী 2 এর মতো এরকম সুন্দর প্রচেষ্টার জন্যে প্রশংসা করলেন বঙ্গ মিডিয়া সল্যূষনের দুই নবীন কর্ণধার সপ্তর্ষি বক্শী ও আবীর সাহা কে.

পীয়ান নিজে মহিলা entrepreneur হয়ে সাধুবাদ জানালেন দেবী 2.0 তে উপস্থিত সমগ্র মহিলা entrepreneur স্টল owner দের.
তিনি এও জানালেন রাজার সহধর্মিনী হলেও, একটুও ছাড় পান নি তিনি। বরং তাদের নিজের প্রোডাকশন বলে আরো বেশী খাটতে হয়েছে তাঁকে.

রাজা চন্দ বললেন প্রথম ওয়েব সিরিজ করার সময় স্বাভাবিক ভাবেই অনেক চিন্তায় ছিলেন…কিন্তু কাটাকুটি Klikk এর সর্বোচ্চ viewed series এর অন্যতম, শুনে উনি খুবই খুশি.
মানসী সেনগুপ্ত জানালেন… তিনি নেগেটিভ ক্যারেক্টার এর ছায়া থেকে বেরিয়ে এসে আরো নতুন বিভিন্ন রকমের চরিত্রায়ন করতে চান. যদিও বা দর্শকদের উষ্মা প্রকাশ হয় তার নেগেটিভ চরিত্র গুলোর জন্যে, তিনি বেশ উপভোগ করেন তাদের অভিব্যক্তি.
সৌরভ দাস এর on screen প্রেমিকা হয়ে তিনি বেশ মজা করে কাজ করেছেন কাটাকুটি তে.

রাজা চন্দ মজা করে বলেন হয়তো কাটাকুটি 2.0 হলে মানসী কে তিনি পুনর্জন্ম নেওয়া চরিত্রে ভাববেন!


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.