বন্ধু এক আশা সামাজিক সংগঠনের উদ্যোগে Yuan Restaurent এর সহযোগিতায় মহানগরে প্রথমবার, বিশ্ব নারী দিবস উপলক্ষে রেস্টুরেন্টের ওয়াশরুমে মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন এর বাক্স ( Pad Box in Tevern Restroom ) বসানো হল। এই সামাজিক উদ্যোগে উপস্থিত ছিলেন – অভিনেত্রী মল্লিকা ব্যানার্জী, শান্তি দাস বসাক, Yuan Restaurent কর্ণধার অঞ্জনা দত্ত, বন্ধু এক আশা সংগঠনের সভাপতি প্রীতম সরকার, সম্পাদিকা নূপুর রায় ও সমাজকর্মী বিপ্লব চক্রবর্তী।

এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অভিনন্দন জানিয়েছেন অভিনেতা পরম্ব্রত চ্যাটার্জী।• প্রাথমিক পর্যায় বন্ধু এক আশা –র পক্ষ থেকে ২৫ টি রেস্টুরেন্টের ওয়াশরুমে এই ধরনের বাক্স ইন্সটল করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.